New Update
/indian-express-bangla/media/media_files/2025/05/18/ng9FyWGMcaIxOazpgsQq.jpg)
রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইক! ঝলক দেখেই প্রেমে পড়তে বাধ্য হবেন।
Royal Enfield Electric Bike: ভারতের সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড Royal Enfield এখন ইলেকট্রিক বাইক সেগমেন্টে প্রবেশ করতে চলেছে। কোম্পানিটি তাদের প্রথম বৈদ্যুতিক বাইক Flying Flea C6 লঞ্চের বিষয়ে বিরাট আপডেট দিয়েছে।
রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইক! ঝলক দেখেই প্রেমে পড়তে বাধ্য হবেন।
Royal Enfield Electric Bike: রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইক! ঝলক দেখেই প্রেমে পড়তে বাধ্য হবেন। ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটার- বাইকের চাহিদার কথা মাথায় রেখেই রয়্যাল এনফিল্ড নিয়ে আসতে চলেছে ব্র্যান্ডের নয়া ইলেকট্রিক বাইক। কবে লঞ্চ হবে জেনে নিন।
রয়্যাল এনফিল্ড শীঘ্রই তাদের প্রথম ইলেকট্রিক বাইক ফ্লাইং ফ্লি সি৬ লঞ্চ করতে চলেছে। এই বাইকটিতে রয়েছে লেটেস্ট স্মার্ট ফিচার যা বাজারে থাকা অন্যান্য ইলেকট্রিক স্কুটারকে বলে বলে ১০ গোল দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ভারতের সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড Royal Enfield এখন ইলেকট্রিক বাইক সেগমেন্টে প্রবেশ করতে চলেছে। কোম্পানিটি তাদের প্রথম বৈদ্যুতিক বাইক Flying Flea C6 লঞ্চের বিষয়ে বিরাট আপডেট দিয়েছে। এই বাইকটি ভারতে ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে লঞ্চ করা হবে বলেই জানিয়েছে সংস্থা। ক্লাসিক স্টাইল এবং বৈদ্যুতিক শক্তির এক দুর্দান্ত সমন্বয় দেখা যাবে এই বাইকে।
রয়্যাল এনফিল্ড "ফ্লাইং ফ্লি" নামে একটি নতুন সাব-ব্র্যান্ডের অধীনে তার বৈদ্যুতিক সেগমেন্ট চালু করেছে। Flying Flea C6 হবে এই সিরিজের প্রথম ইলেকট্রিক বাইক, এবং এর পরে Flying Flea S6ও শীঘ্রই বাজারে আনা হবে। তবে, কোম্পানি এখনও স্পষ্ট করেনি যে এই বাইকগুলি বর্তমান ডিলারশিপ নেটওয়ার্ক থেকে পাওয়া যাবে নাকি এর জন্য নতুন ইভি শোরুম খোলা হবে।
বাইকটিতে কর্নারিং ABS, ক্রুজ কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল, LED লাইট এবং সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লের মতো ডিজিটাল বৈশিষ্ট্যও রয়েছে। ফ্লাইং ফ্লি সি৬ বিশেষভাবে শহর এবং মেট্রো শহরে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। Flying Flea C6 এর পর, কোম্পানি শীঘ্রই Flying Flea S6 লঞ্চ করবে। এই সম্পূর্ণ সিরিজটি বিশ্বব্যাপী মানদণ্ডের কথা মাথায় রেখে ডিজাইন করা হচ্ছে। এটি ভারতীয় বাজারে ইতিমধ্যেই উপস্থিত Ola, Ather এবং Ultraviolette এর মতো বৈদ্যুতিক বাইক ব্র্যান্ডগুলির সাথে প্রতিযোগিতা করবে।