Electric Scooter: কম খরচে স্কুটারে চেপে অফিসে যাতায়াত করতে চান, জানেন কোন ইলেকট্রিক স্কুটার সেরা?

Electric Scooter: অফিসে যাওয়ার জন্য কোন ইলেকট্রিক স্কুটার সবচেয়ে ভালো জানেন? দাম, রেঞ্জ, ব্যাটারি এবং ফিচার তুলনা করে জেনে নিন কোন মডেল আপনার জন্য লাভজনক হবে।

Electric Scooter: অফিসে যাওয়ার জন্য কোন ইলেকট্রিক স্কুটার সবচেয়ে ভালো জানেন? দাম, রেঞ্জ, ব্যাটারি এবং ফিচার তুলনা করে জেনে নিন কোন মডেল আপনার জন্য লাভজনক হবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Electric Scooter

Electric Scooter: অফিসে যাওয়ার জন্য কোন ইলেকট্রিক স্কুটার সেরা।

Electric Scooter: ভারতে ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। বিশেষ করে যাঁরা প্রতিদিন অফিসে যান, তাঁদের জন্য একটি নির্ভরযোগ্য, সাশ্রয়ী এবং কম খরচের স্কুটার বেছে নেওয়া এখন জরুরি হয়ে উঠেছে। এই মুহূর্তে TVS iQube এবং Bajaj Chetak বাজারে সবচেয়ে আলোচিত দুই ইলেকট্রিক স্কুটার। কিন্তু প্রশ্ন হল, প্রতিদিন অফিসে যাওয়ার জন্য কোনটি সেরা?

 দুটি ইলেকট্রিক স্কুটারেরই যাবতীয় কিছু দেখে নেওয়া যাক

Advertisment

এর মধ্যে বাজাজ চেতক (Bajaj Chetak)-এর এক্স-শোরুম মূল্য প্রায় ৯৯,৯৯০ টাকা থেকে শুরু। আর টপ মডেল মিলবে ১ লক্ষ ৪৬ হাজার টাকায়। দিল্লিতে এর অন-রোড দাম ১.০৬ লক্ষ টাকা থেকে ১.৪০ লক্ষ টাকা পর্যন্ত। আর টিভিএস আইকিউবের (TVS iQube) মূল্য ৯৪,৪৩৪ টাকা থেকে এসটি (ST) ভেরিয়েন্ট ১.৫৯ লক্ষ টাকা পর্যন্ত। দুটোরই দাম প্রায় কাছাকাছি। তবে টিভিএস আইকিউব (TVS iQube)-এর ভ্যারিয়েন্ট বেশি হওয়ায় গ্রাহকের কাছে আরও বিকল্প রয়েছে। 

আরও পড়ুন- তুঙ্গে গণেশ চতুর্থীর উন্মাদনা! কম খরচে ঘর সাজান আকর্ষণীয়ভাবে

Advertisment

দুটি গাড়িরই রেঞ্জ এবং পারফরম্যান্সও দুর্দান্ত। বাজাজ চেতক (Bajaj Chetak) একবার ফুল চার্জে গড়ে ৯৫-১০৮ কিলোমিটার (95-108 কিমি) পর্যন্ত যেতে পারে। টিভিএস আইকিউব (TVS iQube) মডেল ভেদে ১০০ থেকে ১৪৫ কিমি পর্যন্ত যেতে পারে। যাঁরা অফিসে নিত্য আসা-যাওয়া (প্রতিদিন ৩০-৪০ কিমি) করেন, তাঁদের জন্য দুই মডেলই যথেষ্ট। তবে যাঁরা বেশি রেঞ্জ খুঁজছেন, তাঁদের জন্য আইকিউব (iQube) এগিয়ে।

আরও পড়ুন- ৫০০ বছর পর গণেশ চতুর্থীতে ৫ বিরল যোগ, খুলবে এই ৩ রাশির ভাগ্য

দুটি গাড়ির মধ্যে চেতক (Chetak)-এ রয়েছে ৩-৩.৫ kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি, ০-৮০% চার্জ হতে সময় লাগে ৩ ঘন্টা ২৫ মিনিট। IP67 রেটেড, অর্থাৎ জল এবং ধুলো প্রতিরোধক। আর, (iQube) ব্যাটারির ক্ষমতা ২.২ থেকে ৫.১ কিলোওয়াট (kWh) পর্যন্ত। চার্জ হতে সময় লাগে প্রায় ৪-৪.৫ ঘণ্টা। চার্জিংয়ে চেতক কিছুটা দ্রুত, তবে ব্যাটারি অপশনে আইকিউব এগিয়ে। 

আরও পড়ুন- গণেশ পুজো করছেন, এই নিয়মগুলো না মানলে জীবন ছারখার হয়ে যায়?

ফিচারে বাজাজ চেতকে রয়েছে রেট্রো-মডার্ন ডিজাইন, মেটাল বডি, ৩৫ লিটার আন্ডারসিট স্টোরেজ, TFT ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, LED লাইটিং, রিমোট স্টার্ট, ইকো এবং স্পোর্টস মোড। আর, টিভিএস আইকিউবে রয়েছে আধুনিক ও ফিউচারিস্টিক ডিজাইন, ৭-ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, নেভিগেশন, ব্লুটুথ, জিও-ফেন্সিং, ক্র্যাশ অ্যালার্ট, রিভার্স মোড, Q-পার্ক অ্যাসিস্ট, ৩০-৩২ লিটার আন্ডারসিট স্টোরেজ। ফিচার এবং স্মার্ট টেকনোলজির দিক থেকে iQube স্পষ্টতই এগিয়ে।

আরও পড়ুন- ২৬ নাকি ২৭, কবে এবারের গণেশ চতুর্থী, জানুন সঠিক সময়

যদি আপনি প্রিমিয়াম লুক, মেটাল বডি এবং মজবুত বিল্ড কোয়ালিটির স্কুটার চান, তবে বাজাজ চেতক (Bajaj Chetak) বেছে নিতে পারেন। আর যদি আপনার নজর থাকে আধুনিক ডিজাইন, বেশি ফিচার, স্মার্ট টেকনোলজি এবং লম্বা রেঞ্জে, তবে টিভিএস আইকিউবই (TVS iQube) সেরা। অফিসে প্রতিদিন আরামদায়ক যাতায়াতের জন্য দুটি স্কুটারই ভালো। তবে দীর্ঘমেয়াদে টেকনোলজি, ফিচার এবং রেঞ্জ বিবেচনা করলে TVS iQube অফিসে যাওয়ার জন্য বেশি লাভজনক। আর যাঁরা ক্লাসিক ডিজাইন এবং মজবুত মেটাল বডি পছন্দ করেন, তাঁদের জন্য বাজাজ চেতক (Bajaj Chetak) সেরা। 

তুল্যমূল্য বিচার করলে বলতে হয়- দুটো স্কুটারেরই দাম প্রায় একই। কিন্তু, রেঞ্জে আইকিউব (iQube) এগিয়ে। চার্জিংয়ে Chetak কিছুটা দ্রুত। ফিচারে আইকিউব (iQube) বেশি আধুনিক। আর লুকে চেতক (Chetak) হল রেট্রো। 

Electric scooter 2025