ultraviolette x47 crossover: এক চার্জেই দিঘা-কলকাতা আপ-ডাউন! Royal Enfield কে টেক্কা দেবে এই প্রিমিয়াম ই-বাইক

ultraviolette x47 crossover price: দেশে দ্রুত বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। সেই বাজারে এবার নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করল আল্ট্রাভায়োলেট X47, যেটি একেবারে নতুন ধাঁচের অ্যাডভেঞ্চার ট্যুরার ইলেকট্রিক বাইক।

ultraviolette x47 crossover price: দেশে দ্রুত বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। সেই বাজারে এবার নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করল আল্ট্রাভায়োলেট X47, যেটি একেবারে নতুন ধাঁচের অ্যাডভেঞ্চার ট্যুরার ইলেকট্রিক বাইক।

author-image
IE Bangla Tech Desk
New Update
ultraviolette-x47

Royal Enfield কে টেক্কা দেবে এই প্রিমিয়াম ই-বাইক

ultraviolette x47 crossover price and Fearute: ভারতে দ্রুত বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। সেই বাজারে এবার নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করল আল্ট্রাভায়োলেট X47, যেটি একেবারে নতুন ধাঁচের অ্যাডভেঞ্চার ট্যুরার ইলেকট্রিক বাইক।

Advertisment

কোম্পানির তরফে জানানো হয়েছে, বাইকটির প্রারম্ভিক মূল্য ধরা হয়েছে ২.৭৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে প্রথম ১,০০০ গ্রাহকের জন্য ইন্ট্রোডাক্টরি প্রাইস থাকবে ২.৪৯ লক্ষ টাকা। অর্থাৎ সরাসরি২৫ হাজারের ডিসকাউন্টের সুবিধা পাবেন প্রথম এক হাজার গ্রাহক। এই বাইকের বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে। ডেলিভারি শুরু হবে আগামী মাস থেকে।

আরও পড়ুন-ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল ২০২৫, iPhone 16 Pro, Galaxy S24 Ultra, Pixel 9-সহ দুর্দান্ত অফার দেখুন একনজরে

Advertisment

পারফরম্যান্সের ক্ষেত্রে, X47-তে ব্যবহার করা হয়েছে F77 মডেলের মতোই প্রযুক্তি, দুটি ভ্যারিয়েন্টে বাজারে এসেছে এই মডেল

স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে রয়েছে ৭.১ kWh ব্যাটারি, যেটি প্রায় ২৬৩ কিমি রেঞ্জ প্রদান করবে। Recon ভ্যারিয়েন্টে রয়েছে ১০.৩ kWh ব্যাটারি, যেটি সিঙ্গেল চার্জে ৩২৩ কিমি রেঞ্জ এবং ৬১০ Nm টর্ক জেনারেট করতে সক্ষম। কোম্পানির দাবি, Recon ভ্যারিয়েন্ট মাত্র ২.৭ সেকেন্ডে ০-৬০ kmph গতি তুলতে সক্ষম এবং এর সর্বোচ্চ গতি পৌঁছে যায় ১৪৫ kmph-এ। আসন্ন Royal Enfield Himalayan Electric-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে এই বাইক।

ফিচারের দিক থেকেও অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত হয়েছে X47-এ। বাইকটিতে রয়েছে সামনে ও পিছনে ইন্টিগ্রেটেড ড্যাশক্যাম, যা একটানা ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। রয়েছে ৪টি ট্র্যাকশন কন্ট্রোল মোড, পাশাপাশি ডুয়াল-চ্যানেল ABS এবং ৯ স্তরের রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম। ABS এবং রিজেনারেটিভ ব্রেকিং একসঙ্গে কাজ করায় ব্রেক করার সময়ও বাইকের স্থিতিশীলতা অটুট থাকে।

আরও পড়ুন-সস্তায় সিম অ্যাকটিভ থাকবে মাসের পর মাস! ধুঁয়াধার প্ল্যান jio-Airtel-Vi-এর

এছাড়াও, বাইকটিতে যুক্ত হয়েছে আধুনিক Hypersense Radar System, যা ২০০ মিটার দূরত্ব পর্যন্ত অবজেক্ট ডিটেক্ট করতে পারে এবং Blind Spot Detection, Overtake Alerts, Lane Change Assistance ও Rear Collision Warning সুবিধা দেয়। এই ইলেকট্রিক বাইকটি তার সেগমেন্টের প্রথম ইভি যাতে ADAS প্রযুক্তি (UV Hypersense) ব্যাবহার করা হয়েছে। এটি ১৫০ ডিগ্রি ফ্রন্ট ভিউ, ৬৮ ডিগ্রি রিয়ার ভার্টিক্যাল এবং ২০০ মিটার ট্র্যাকিং রেঞ্জ অফার করে।

কানেক্টিভিটি ফিচার হিসেবে দেওয়া হয়েছে একটি স্মার্ট অ্যাপ, যার মাধ্যমে রাইডার পাবেন রিমোট ডায়াগনস্টিকস, রাইড ডেটা মনিটরিং এবং ওভার-দ্য-এয়ার সফটওয়্যার আপডেট। সব মিলিয়ে, নতুন আল্ট্রাভায়োলেট X47 শুধু একটি ইলেকট্রিক বাইক নয়, বরং আধুনিক প্রযুক্তি ও অ্যাডভেঞ্চার রাইডিংয়ের এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা নিয়ে আসছে। এটি ইলেকট্রিক সেগমেন্টের প্রথম বাইক যেখানে ADAS প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে এই মোটরসাইকেল ইতিমধ্যেই নজর কেড়েছে।

আরও পড়ুন- বাজারে টেকসই, পাওয়ারফুল, গেমিং-ফ্রেন্ডলি স্মার্টফোন! ফিচার শুনলে চোখ কপালে উঠবে

কোম্পানির দাবি, এটি সর্বোচ্চ ৩২৩ কিমি রেঞ্জ এবং ৬১০ Nm টর্ক প্রদান করতে সক্ষম। ডিজাইন ও ফিচারের দিক থেকে একেবারেই নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে এই ইলেকট্রিক বাইক। স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে রয়েছে ৭.১ kWh ব্যাটারি, যেটি প্রায় ২৬৩ কিমি (IDC ক্লেমড) রেঞ্জ প্রদান করে। অন্যদিকে, টপ-স্পেক Recon ভ্যারিয়েন্টে ১০.৩ kWh ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে, যেটি সিঙ্গেল চার্জে ৩২৩ কিমি রেঞ্জ ও ৪০ bhp পাওয়ার জেনারেট করতে সক্ষম। এর ফলে বাইকটি ০-৬০ kmph গতি তুলতে সময় নেয় মাত্র ২.৭ সেকেন্ড এবং সর্বোচ্চ গতি পৌঁছে যায় ১৪৫ kmph-এ।

Ultraviolette X47-এর দাম

ভারতীয় বাজারে Ultraviolette X47-এর এক্স-শোরুম প্রাইস ধরা হয়েছে ২.৭৪ লাখ। তবে প্রথম ১,০০০ গ্রাহক ইন্ট্রোডাক্টরি অফারে এটি কিনতে পারবেন মাত্র ২.৪৯ লাখে। প্রি-বুকিং শুরু হচ্ছে আজ ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে, আর ডেলিভারি মিলবে অক্টোবর ২০২৫ থেকে।

আরও পড়ুন- কেন গাড়ির স্টিয়ারিং ডান দিকে থাকে? ৯৯% মানুষের কাছেই উত্তরটা অজানা

Ultraviolette X47 ভ্যারিয়েন্ট

কোম্পানি দুটি ভ্যারিয়েন্টে বাইকটি লঞ্চ করেছে।

Crossover ভ্যারিয়েন্ট: বুকিং অ্যামাউন্ট ৯৯৯টাকা।  তিনটি কালার অপশনে মিলবে এই ভ্যারিয়েন্ট – Turbo Red, Cosmic Black এবং Stellar White।

Desert Wing Special Edition: বুকিং অ্যামাউন্ট ৪,৯৯৯টাকা। Light Yellow কালারে লঞ্চ হবে। এতে স্ট্যান্ডার্ড হিসেবে হ্যান্ডগার্ডস, TPMS ও ড্যাশক্যাম পাওয়া যাবে। তবে এর দাম এখনো কোম্পানির তরফে ঘোষণা করা হয়নি।

কোম্পানির দাবি, এই ইলেকট্রিক অ্যাডভেঞ্চার ট্যুরার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে আসন্ন Royal Enfield Himalayan Electric-এর সঙ্গে।  বাইকটিতে একটি এয়ার-কুলড ১০.৭ কিলোওয়াট ঘন্টা ব্যাটারি প্যাক রয়েছে, যা ১.৬ কিলোওয়াট অনবোর্ড চার্জারের মাধ্যমে চার্জ হয়। এতে সার্জ সুরক্ষা এবং আর্থ লিকেজ সুরক্ষার মতো বৈশিষ্ট্যও রয়েছে। বৈদ্যুতিক মোটরটি ৪০ এইচপি শক্তি উৎপন্ন করে। কোম্পানি দাবি  সম্পূর্ণ চার্জে এটি ৩২৩ কিমি পর্যন্ত রেঞ্জ প্রদান করে। এটি মাত্র ৮.১ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি/ঘন্টা গতিতে চলতে পারে।

ultraviolette-x47-crossover electric bike