কেন গাড়ির স্টিয়ারিং ডান দিকে থাকে? ৯৯% মানুষের কাছেই উত্তরটা অজানা

ভারতে গাড়ির স্টিয়ারিং সবসময় ডান দিকে থাকে কেন? জানুন এর আসল ঐতিহাসিক কারণ ও ব্রিটিশ আমলের সেই নিয়ম, যা আজও প্রচলিত। আর কোন দেশে আছে এই নিয়ম?

ভারতে গাড়ির স্টিয়ারিং সবসময় ডান দিকে থাকে কেন? জানুন এর আসল ঐতিহাসিক কারণ ও ব্রিটিশ আমলের সেই নিয়ম, যা আজও প্রচলিত। আর কোন দেশে আছে এই নিয়ম?

author-image
IE Bangla Tech Desk
New Update
cats

কেন গাড়ির স্টেয়ারিং ডান দিকে থাকে?

 ভারতে আপনি লক্ষ্য করবেন, প্রায় সব গাড়ির স্টিয়ারিং হুইল থাকে ডান দিকে। অথচ বিদেশি সিনেমা বা ওয়েব সিরিজে দেখবেন, গাড়ির স্টিয়ারিং থাকে বাম দিকে। তখনই স্বাভাবিক প্রশ্ন আসে—কেন ভারতে সবসময় স্টিয়ারিং ডান দিকে থাকে? উত্তর লুকিয়ে রয়েছে ইতিহাসের পাতায়।

Advertisment

বর্তমানে প্রযুক্তির যুগে আমরা নানা ধরনের আধুনিক গাড়ি দেখি। কিন্তু এক সময়ে ভারতে যানবাহন বলতে ছিল মূলত গরুর গাড়ি। ধীরে ধীরে শহরের জনসংখ্যা বাড়তে শুরু করলে প্রচলন বাড়ে ঘোড়ার গাড়ির। তখনই দরকার পড়ে ট্র্যাফিক নিয়মের।

আরও পড়ুন- এবার ভাঁজ করা আইফোন বাজারে আনছে অ্যাপল, এর বৈশিষ্ট্যগুলো অবাক করার মত

Advertisment

ব্রিটিশ শাসনামলে ভারতে গাড়ি চালানোর নিয়ম চালু হয়। সেই সময় থেকেই যানবাহনগুলোকে রাস্তার বাম দিকে চালানো বাধ্যতামূলক হয়। যেহেতু গাড়ি বাম দিক দিয়ে চলে, তাই চালকরা ডান দিকে বসলে সামনে রাস্তা এবং বিপরীত দিক থেকে আসা গাড়ি সহজে দেখা যায়।

আরও পড়ুন- মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নথি, স্প্রেডশিট, প্রেজেন্টেশনের জন্য Zoho ব্যবহার করতে চান, কী এই জোহো?

ঘোড়ার গাড়ি থেকে মোটরগাড়ি

ঘোড়ার গাড়ি চালানোর সময় চালকরা সবসময় ডান দিকে বসতেন। এতে নিয়ন্ত্রণ সহজ হত এবং রাস্তায় অন্য যানবাহন নজরে আসত। এই অভ্যাস থেকেই ব্রিটিশ আমলে যখন মোটরগাড়ি চালু হল, তখনও ডান দিকেই বসার নিয়ম চালু থাকল। ভারত স্বাধীন হওয়ার পরেও সেই ব্রিটিশ নিয়ম পরিবর্তন করা হয়নি। তাই আজও আমরা বাম দিক দিয়ে গাড়ি চালাই এবং চালকের আসন থাকে গাড়ির ডান দিকে।

আরও পড়ুন- বাজারে টেকসই, পাওয়ারফুল, গেমিং-ফ্রেন্ডলি স্মার্টফোন! ফিচার শুনলে চোখ কপালে উঠবে

অনেকে ভাবেন এর পেছনে হয়তো কোনও বৈজ্ঞানিক কারণ আছে। কিন্তু বাস্তবে তা নয়। এটি মূলত অভ্যাস ও ঐতিহাসিক প্রভাবের ফল। পৃথিবীর অনেক দেশেই গাড়ি বাম দিক দিয়ে চলে এবং স্টিয়ারিং থাকে ডান দিকে। তবে আমেরিকা বা ইউরোপের অনেক দেশে আবার ঠিক উলটো নিয়ম। তারা ডান দিক দিয়ে গাড়ি চালায় এবং স্টিয়ারিং থাকে বাম দিকে। ভারতের পাশাপাশি পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড-সহ আরও অনেক দেশে গাড়ির স্টিয়ারিং থাকে ডান দিকে। এই দেশগুলো মূলত ব্রিটিশ প্রভাবিত, তাই নিয়ম আজও বজায় আছে।

আরও পড়ুন- জিএসটি ২.০-র পর নিনজা ৩০০-সহ একাধিক বাইকের দাম হাতের নাগালে, জানেন কত?

তাহলে বোঝাই যাচ্ছে, ভারতে গাড়ির স্টিয়ারিং সবসময় ডান দিকে থাকার প্রধান কারণ হল ব্রিটিশ আমলের অভ্যাস। একবার যেটা চালু হয়েছিল, তা আজও পরিবর্তন হয়নি। আলাদা বৈজ্ঞানিক কোনও কারণ নেই। শুধু নিরাপত্তা এবং সুবিধার জন্যই এই নিয়ম আমাদের দেশে বহাল রয়েছে।

Car rules