/indian-express-bangla/media/media_files/2025/06/26/upcoming-adventure-bikes-2025-06-26-11-39-18.jpg)
Upcoming Adventure Bikes: অ্যাডভেঞ্চার বাইক ২০২৫।
Upcoming Adventure Bikes: ভারতের বাইকপ্রেমী রাইডারদের জন্য সুসংবাদ! ২০২৫ সালের মধ্যেই একের পর এক জনপ্রিয় ব্র্যান্ড তাদের নতুন অ্যাডভেঞ্চার ট্যুরের বাইক লঞ্চ করতে চলেছে। এই তালিকায় রয়্যাল এনফিল্ড, টিভিএস, হিরো এবং আন্তর্জাতিক ব্র্যান্ড ব্রিক্সটনের মতো কোম্পানিও রয়েছে।
চলুন জেনে নেওয়া যাক সেই ৫টি আসন্ন অ্যাডভেঞ্চার বাইকের বিস্তারিত, যা চলতি বছরে ভারতের বাজারে আসতে চলেছে।
আরও পড়ুন- মাত্র ৯০ দিনের জন্য চিনি ছাড়ুন, আপনার শরীরে ঘটবে এগুলো! অবাক হয়ে যাবেন নিজেই
১) Royal Enfield Himalayan 750
রয়্যাল এনফিল্ড, অ্যাডভেঞ্চার সেগমেন্টে একটি বড় ঝাঁপ দিতে চলেছে হিমালয়ান ৭৫০-এর মাধ্যমে।
বৈশিষ্ট্য:
নতুন ৭৫০ সিসি প্ল্যাটফর্ম
আনুমানিক আউটপুট: ৫০-৫৫ এইচপি
ডুয়াল ডিস্ক ব্রেক, লং ট্রাভেল সাসপেনশন
অফ-রোডিংয়ের জন্য উপযুক্ত ফিচার
এই বাইকটি হাই-পারফরম্যান্স অ্যাডভেঞ্চার রাইডারদের টার্গেট করে বানানো হচ্ছে।
২) Royal Enfield Him-E (Electric)
এটি হিমালয়ান ৪৫০-এর একটি ইভি রূপ, যা সম্পূর্ণ বৈদ্যুতিক।
প্রত্যাশিত বৈশিষ্ট্য:
রগড ডিজাইন
উন্নত ব্যাটারি রেঞ্জ
ট্যুরিং ফ্রেন্ডলি ফিচার
আইসিই ভার্সনের সঙ্গে ডিজাইনের মিল থাকবে
এটি ভারতীয় ইভি অ্যাডভেঞ্চার বাইকের ক্ষেত্রে গেম-চেঞ্জার হতে পারে।
আরও পড়ুন- জিভে জল আনা রেসিপি! লুচির সঙ্গে দুর্দান্ত এই আলুর তরকারি! রেসিপি দেখে মাত্র ১০ মিনিটেই ফেলুন বানিয়ে
৩) TVS RTX 300
২০২৫ সালের অটো এক্সপোতে TVS-এর সবচেয়ে আলোচিত বাইকগুলির একটি ছিল RTX 300।
স্পেক ও ফিচার:
২৯৯ সিসি লিকুইড কুলড ইঞ্জিন
পাওয়ার: ৩৫ HP, টর্ক: ২৮ Nm
সুইচেবল ABS, TFT স্ক্রিন, ট্র্যাকশন কন্ট্রোল
১৯” ও ১৭” অ্যালয় হুইলস
এর স্টাইল এবং প্রযুক্তি অনেকটাই প্রিমিয়াম বাইকের মত।
আরও পড়ুন- মধ্যবিত্তদের জন্য একেবারে পারফেক্ট, কেন এই তিনটি গাড়ি দেশের সেরা?
৪) Hero Xpulse 421
Hero MotoCorp-এর সবচেয়ে শক্তিশালী Xpulse আসতে চলেছে।
ফিচারস:
৪২১ সিসি সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন
USD ফ্রন্ট ফর্ক, মনো-শক রিয়ার
সিঙ্গেল পিস সিট, অ্যাঙ্গুলার ট্যাঙ্ক ডিজাইন
দীর্ঘ উইন্ডশিল্ড ও আধুনিক ডিজাইন
এটি Xpulse অনুরাগীদের জন্য একটি বড় আপগ্রেড।
৫) Brixton Crossfire 500 Storr
অস্ট্রেলিয়ান ব্র্যান্ড ব্রিক্সটন ভারতে আসতে চলেছে এই অ্যাডভেঞ্চার বাইক দিয়ে।
স্পেসিফিকেশন:
৪৮৬ সিসি ইন-লাইন টুইন ইঞ্জিন
পাওয়ার: ৪৭.৬ HP @ ৮,৫০০ rpm
টর্ক: ৪৩ Nm @ ৬,৭৫০ rpm
৬-গতির ট্রান্সমিশন
এটি মূলত Honda NX500-এর প্রধান প্রতিদ্বন্দ্বী হবে বলে মনে করা হচ্ছে।
যাঁরা অ্যাডভেঞ্চার এবং ট্যুরিং বাইক খুঁজছেন, তাঁদের জন্য ২০২৫ সাল হতে চলেছে রোমাঞ্চকর। একাধিক বাজেট রেঞ্জে একাধিক ব্র্যান্ড নতুন অ্যাডভেঞ্চার বাইক আনছে, যার ফলে গ্রাহকের পছন্দের সুযোগ আরও বাড়বে। আপনার বাজেট ও রাইডিং স্টাইল অনুযায়ী সঠিক বাইক বেছে নেওয়ার জন্য এই তালিকা কতটা কাজে এল, নীচের কমেন্টে জানান।