Vi 5G Internet Plan: দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে কলকাতা সহ দেশের ২৩টি শহরে খুব শীঘ্রই হাই-স্পিড 5G ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে Vi (Vodafone Idea)। সংস্থা জানিয়েছে, তারা ইতিমধ্যেই এই শহরগুলিতে 5G স্পেকট্রাম চালুর বরাত পেয়েছে এবং নেটওয়ার্ক চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
কোন কোন শহরে Vi 5G চালু হতে চলেছে?
আহমেদাবাদ, আগ্রা, ঔরঙ্গাবাদ, কোঝিকোড়, কোচি, দেরাদুন, ইন্দোর, জয়পুর, কলকাতা, লখনউ, মাদুরাই, মালাপ্পুরম, মীরাট, নাগপুর, নাসিক, পুনে, রাজকোট, সোনিপত, সুরাট, শিলিগুড়ি, ত্রিবান্দ্রম, ভদোদরা এবং ভাইজাগ — এই শহরগুলিতে খুব শীঘ্রই Vi 5G পরিষেবা চালু হবে।
আরও পড়ুন- বর্ষায় চুল পড়া বেড়েছে? মহিলাদের জন্য কার্যকরী ঘরোয়া টিপস রইল এখানে, এবার চুল পড়া রোধ করুন সহজেই
Vi 5G-এর সুবিধা কী কী?
হাই-স্পিড ইন্টারনেট: HD ভিডিও স্ট্রিমিং, গেমিং, বড় ফাইল ডাউনলোড—সবই এখন কয়েক সেকেন্ডেই সম্পন্ন করতে পারবেন ইউজাররা।
আরও পড়ুন- ভিভো'র সবচেয়ে পাতলা ফোন, অসাধারণ ফিচারের সঙ্গে পান দুর্দান্ত ফটোগ্রাফি, দাম কত?
ব্যবহারকারীদের আরও বেশি নেটওয়ার্কে আকৃষ্ট করতে Vi ৫জি পরিষেবার জন্য ২৯৯ থেকে শুরু করে আনলিমিটেড ডেটা প্ল্যান চালু করেছে। কোম্পানির দাবি, বর্তমানে তাদের প্ল্যানগুলি Jio ও Airtel-এর তুলনায় অনেক সস্তা।
আরও পড়ুন- বারে বারে এসি অন-অফ করছেন? জানেন কী ভয়ঙ্কর বিপদ ডেকে আনছেন?
Vi-এর দাবি, যেসব শহরে তারা 5G পরিষেবা চালু করেছে, সেখানকার ৭০ শতাংশেরও বেশি ব্যবহারকারী এই পরিষেবা গ্রহণ করছেন। ব্যবহারকারীরা গতি ও স্টেবিলিটি নিয়ে সন্তুষ্ট।
আরও পড়ুন- IRCTC অ্যাকাউন্টের সঙ্গে বাড়িতে বসেই আধার লিঙ্ক, কীভাবে? বদলে গেছে আগের নিয়ম
যদিও TRAI-এর মে ২০২৫-এর রিপোর্ট অনুসারে, ২.৭৪ লক্ষেরও বেশি গ্রাহক Vi-এর নেটওয়ার্ক ছেড়ে গিয়েছেন। এর ফলে Vi-এর মোট গ্রাহক সংখ্যা কমে হয়েছে ২০.৪৪ কোটি। BSNL-এর অবস্থাও প্রায় একই। বিপরীতে, Jio ও Airtel ক্রমাগত গ্রাহক সংখ্যা বাড়িয়েই চলেছে।