World’s thinnest foldable phone: ভিভো'র সবচেয়ে পাতলা ফোন, অসাধারণ ফিচারের সঙ্গে পান দুর্দান্ত ফটোগ্রাফি, দাম কত?

World’s thinnest foldable phone: Vivo X Fold 5 শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে, যা বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন। এতে থাকছে Snapdragon 8 Gen 3, 6000mAh ব্যাটারি ও Zeiss ক্যামেরা। সব স্পেসিফিকেশন জেনে নিন এখানেই।

World’s thinnest foldable phone: Vivo X Fold 5 শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে, যা বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন। এতে থাকছে Snapdragon 8 Gen 3, 6000mAh ব্যাটারি ও Zeiss ক্যামেরা। সব স্পেসিফিকেশন জেনে নিন এখানেই।

author-image
IE Bangla Tech Desk
New Update
Vivo X Fold 5

Thinnest foldable phone in world: Vivo X Fold 5 শীঘ্রই ভারতে লঞ্চ হবে

Thinnest foldable phone in world: ভিভো আবার একবার প্রযুক্তির জগতে চমক আনতে চলেছে তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন Vivo X Fold 5-এর মাধ্যমে। কোম্পানির দাবি অনুযায়ী, এটি হবে বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন, এবং এটি খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। ভিভোর এক্স-হ্যান্ডেলে 'It’s Reimagined Everything' টিজিং ক্যাম্পেইনের মাধ্যমে ফোনটি বাজারে আসার বার্তা দেওয়া হয়েছে।

Advertisment

এই স্মার্টফোনটি Vivo X Fold 3-এর উত্তরসূরি এবং এতে রয়েছে অনেক শক্তিশালী ফিচার যেমন Snapdragon 8 Gen 3 প্রসেসর, বিশাল 6000mAh ব্যাটারি এবং Zeiss অপটিক্স সহ প্রিমিয়াম ক্যামেরা সেটআপ।

আরও পড়ুন- বারে বারে এসি অন-অফ করছেন? জানেন কী ভয়ঙ্কর বিপদ ডেকে আনছেন?

Advertisment

Vivo X Fold 5-এর প্রধান বৈশিষ্ট্য: 1. ডিসপ্লে: 8.03-ইঞ্চি ফোল্ডেবল LTPO AMOLED প্রাইমারি স্ক্রিন, রেজোলিউশন: 2480x2200 পিক্সেল, রিফ্রেশ রেট: 120Hz, HDR10+ ও Dolby Vision সাপোর্ট, 6.53-ইঞ্চি আউটার স্ক্রিনও LTPO AMOLED এবং একই 120Hz রিফ্রেশ রেট। 2. প্রসেসর ও মেমোরি: Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট, Adreno GPU, 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ। 

আরও পড়ুন- IRCTC অ্যাকাউন্টের সঙ্গে বাড়িতে বসেই আধার লিঙ্ক, কীভাবে? বদলে গেছে আগের নিয়ম

3. ক্যামেরা সেটআপ: 50MP প্রাইমারি ক্যামেরা (OIS সহ), 50MP আল্ট্রা ওয়াইড লেন্স, 50MP টেলিফটো জুম লেন্স, 20MP সেলফি ক্যামেরা (পাঞ্চ হোল ডিজাইন)। 4. ব্যাটারি ও চার্জিং: 6000mAh ব্যাটারি, 80W ফাস্ট ওয়্যার্ড চার্জিং, 40W ওয়্যারলেস চার্জিং, 5W রিভার্স ওয়্যারলেস চার্জিং। 5. অন্যান্য ফিচার: Side-mounted Fingerprint Sensor, IPX5/IPX8 রেটিং, স্টেরিও স্পিকার এবং সেকেন্ড আর্মার গ্লাস সুরক্ষা।

আরও পড়ুন- বাজেট ৩০ হাজার! দেখে নিন আপনার জন্য কোন স্মার্টফোনটি সেরা, পান প্রিমিয়াম এক্সপিরিয়েন্স

কবে আসবে বাজারে?

ভিভো এখনও নির্দিষ্ট লঞ্চ তারিখ ঘোষণা করেনি, তবে ধারণা করা হচ্ছে জুলাই মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এটি ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে। Vivo X Fold 5 কেবলমাত্র একটি পাতলা ফোল্ডেবল ফোন নয়, বরং এটি একটি প্রিমিয়াম পারফরম্যান্স ও ফটোগ্রাফির পাওয়ার হাউসও বটে। যাঁরা ফোল্ডেবল ফোনে ভালো পারফরম্যান্স, ব্যাটারি এবং ক্যামেরার কম্বিনেশন খুঁজছেন, তাঁদের জন্য এটি হতে পারে ২০২৫ সালের সেরা চয়েস।

 

world Phone thinnest foldable