Advertisment

শাওমি বাজারে আনছে এস সিরিজের নতুন ফোন রেডমি এস টু

আগামী এই ফোনটির মূল ক্যামেরাটি হবে ১২ মেগাপিক্সেলের এবং সেকেন্ডারি ক্যামেরাতে থাকবে ৫ মেগাপিক্সেলের সেন্সর । এর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটি দিয়ে উন্নত মানের ছবি ও ভিডিও কলিং করা যাবে বলে দাবি করেছে শাওমি।

author-image
IE Bangla Web Desk
New Update
xiaomi-s2-launch-759

স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসরে চলা ফোনটিতে থাকবে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়া ফোনটিতে পাওয়া যাবে ৩০৮০ এমএইচের ব্যাটারি। 

শাওমি কোম্পানি চলতি মাসেই লঞ্চ করতে চলেছে তাঁদের আগামী ফোন রেডমি এস টু। চাইনিজ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট উইবো ইতিমধ্যেই এই ফোনটির একটি পোষ্টার লঞ্চ করেছে। ওই পোষ্টার অনুযায়ী আগামী ১০ মে ফোনটির লঞ্চের দিন ঘোষানা করেছে কোম্পানি। আনুষ্ঠানিক ভাবে শাওমি প্রথমে চিনে লঞ্চ করবে রেডমি এস টু ফোনটি।  XDA Developers এর প্রকাশিত খবর অনুযায়ী খুব শীঘ্রই ভারতেও লঞ্চ করবে এই ফোনটি। তবে তা কবে ভারতের বাজারে আসবে সে বিষয়ে শায়মির তরফ থেকে কিছু জানানো হয়নি।

Advertisment

আরও পড়ুন : স্যামসং বাজারে আনল নতুন পকেট-ফ্রেন্ডলি স্মার্টফোন গ্যালাক্সি j2, জেনে নিন ফিচার

এই প্রথম শাওমি গ্যাজেট দুনিয়ায় আনছে তাঁদের এস সিরিজ ফোন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট উইবোতে রেডমি এস টু ফোনটির টিজারও লঞ্চ করেছে শাওমি। এই পোষ্টারের ডানদিকের কোনায় এম আই লোগোর পাশাপাশি এস লেখা রয়েছে। শাওমি এই ফোনটির পোষ্টার আগে লঞ্চ করলেও তাতে কোন সিরিজের উল্লেখ ছিল না। তবে নতুন টিজার ছবিটিতে ফোনটির  সিরিজ উল্লেখ করে দিয়েছে শাওমি কোম্পানি। ফোনটি চিনের বাজারে Suning.com সাইটে পাওয়া যাবে বলে টিজারেই জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন :শাওমি বাজারে আনল দুরন্ত ক্যামেরা সমেত এমআই সিক্সএক্স (এমআই এ’টু)

শাওমির এই আপকামিং ফোনটিতে ১৮:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ৫.৯৯ ইঞ্চির এইচ ডি ডিসপ্লে তে পাওয়া যাবে ১৪৪০ x ৭২০ পিক্সেলের রেজলিউশন। আগামী এই ফোনটির মূল ক্যামেরাটি হবে ১২ মেগাপিক্সেলের এবং সেকেন্ডারি ক্যামেরাতে থাকবে ৫ মেগাপিক্সেলের সেন্সর । এর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটি দিয়ে উন্নত মানের ছবি ও ভিডিও কলিং করা যাবে বলে দাবি করেছে শাওমি।

আরও পড়ুন :OPPO F7 মোবাইল রিভিউ: নতুন ‘সেলফি এক্সপার্ট’ কতখানি ভাল?

স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসরে চলা এই ফোনটিতে থাকবে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়া ফোনটিতে পাওয়া যাবে ৩০৮০ এমএইচের ব্যাটারি।  অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে চলবে এই ফোনটি। এছাড়া ফোনটিতে থাকবে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার , গ্র্যাভিটি সেন্সর , ডিসটেন্স সেন্সর এবং লাইট সেন্সর।

smartphone xiaomi
Advertisment