Yamaha electric scooter India: ভারতে ইলেকট্রিক স্কুটার বিপ্লব এখন একেবারে তুঙ্গে। OLA ও Ather-এর মত ব্র্যান্ডগুলি বাজারে আধিপত্য টিকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে ওই ব্র্যান্ডগুলোর গর্ব ভাঙতে চলেছে জাপানের অন্যতম বিখ্যাত অটোমোবাইল নির্মাতা Yamaha। তারা শীঘ্রই ভারতে নিয়ে আসছে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার Yamaha RY01।
কী আছে Yamaha RY01-এ?
Yamaha তাদের নতুন ইলেকট্রিক স্কুটারের ডিজাইন ও প্রযুক্তির দিকে বিশেষ জোর দিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, এই স্কুটারটিতে ৪ কিলোওয়াট ব্যাটারি প্যাক থাকতে পারে, যার রেঞ্জ ১৬১ কিমি। পাশাপাশি, এতে থাকবে একটি শক্তিশালী ৬.৭ কিলোওয়াট মোটর, যার ফলে এই স্কুটারটির গতি থাকবে ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি।
আরও পড়ুন- মধ্যবিত্তের জ্যাকপট! রেঞ্জ, মাইলেজ, ডিজাইন, ফিচার - কোনও তুলনাই নেই এই ই স্কুটারের
Yamaha RY01-এর টার্গেট কারা?
Yamaha এই স্কুটারের টার্গেট মূলত শহরাঞ্চলের তরুণ প্রজন্ম ও প্রযুক্তিপ্রেমী ক্রেতারা। যাঁরা স্টাইল এবং স্পিড দুটোই চায়। রেঞ্জ, গতি এবং স্পোর্টি ডিজাইন— এই তিনটি দিকেই এটি OLA S1 Pro এবং Ather 450X-কে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবে।
আরও পড়ুন- সাদা চুল কালো করার ৩টি সহজ ঘরোয়া উপায়, নেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও
বিনিয়োগ ও প্ল্যাটফর্ম
Yamaha এই প্রজেক্টের জন্য প্রায় ৪০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং ভারতীয় স্টার্টআপ Reverse India-এর সঙ্গে যৌথভাবে এই স্কুটারটি তৈরি করছে। এর ফলে প্রোডাকশনের খরচ নিয়ন্ত্রণে রেখে স্থানীয় বাজারের উপযোগী ফিচার দিতে পারবে Yamaha।
আরও পড়ুন- সজ্জিত অত্যাধুনিক ড্রোন! শত্রুপক্ষকে চিনে কপালে গুলি! সীমান্ত পাহারায় ভারতের অভিনব নজির
কবে আসছে বাজারে?
বর্তমান রিপোর্ট অনুযায়ী, Yamaha RY01 ২০২৫ সালের শেষ তিন মাসের মধ্যে ভারতে লঞ্চ হতে পারে। একইসঙ্গে এটি আন্তর্জাতিক বাজারেও রফতানির পরিকল্পনা রয়েছে সংস্থার। এই স্কুটার লঞ্চ হলে ভারতের ইলেকট্রিক স্কুটার ইকো-সিস্টেমে বড়সড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ঝড়ের বেগে কমবে বিদ্যুৎ খরচ! ২০ থেকে ৩০ শতাংশ কম আসবে বিল, দুর্দান্ত স্মার্ট গ্যাজেটে বছরভর বিরাট সাশ্রয়
Yamaha RY01 আসলে শুধু আরেকটা স্কুটার নয়, বরং OLA এবং Ather-এর বিরুদ্ধে এক নতুন চ্যালেঞ্জ। দাম, ফিচার, স্পিড এবং রেঞ্জ— সবদিক থেকেই এটি হতে পারে একটি Game Changer। আপনি যদি একটি হাই পারফরম্যান্সের ইলেকট্রিক স্কুটারের অপেক্ষায় থাকেন, তবে Yamaha RY01 আপনার জন্য হতে পারে সেরা পছন্দ।