/indian-express-bangla/media/media_files/ikCOLvwEuwoN80mFQ9jK.jpg)
YouTube Secret Tips: ইউটিউবের গোপন রহস্য!
YouTube Secret Tips: আজকের দিনে ইউটিউব কেবল বিনোদনের প্ল্যাটফর্ম নয় বরং এটি কোটি কোটি মানুষের আয়ের অন্যতম প্রধান উৎস। হাজার হাজার কনটেন্ট ক্রিয়েটর এখন ইউটিউবের ওপর ফুলটাইম নির্ভর করছেন। কিন্তু অনেকেই জানেন না যে ইউটিউবে আসল আয় কেবল অ্যাডসেন্স (AdSense)-এর বিজ্ঞাপন থেকে হয় না। এর বাইরেও আছে বহু গোপন উপায়, যা ইউটিউব কখনও সরাসরি প্রকাশ করে না। চলুন জেনে নেওয়া যাক সেই গোপন রহস্য।
আয় বাড়ানোর কায়দা
নতুন ইউটিউবাররা মনে করেন যে শুধু ভিডিও আপলোড করে, ভিউ বাড়িয়ে এবং সাবস্ক্রাইবার জোগাড় করে আয় করা যায়। যদিও এতে কিছু আয় হয়, কিন্তু আসল টার্গেট হওয়া উচিত মাল্টিপল রেভিনিউ স্ট্রিমস (Multiple Revenue Streams) তৈরি করা। এটি ইউটিউব আয়ের সবচেয়ে বড় গোপন রহস্যগুলোর একটি।
আরও পড়ুন- মাত্র ১টাকার এসি! অবিশ্বাস্য অফার নিয়ে হাজির নামি ব্র্যান্ড, হাজার হাজার সাশ্রয়ের বিরাট সুযোগ
আপনার ভিডিওতে যদি কোনও পণ্য বা পরিষেবার লিংক যুক্ত করেন, এবং কেউ সেই লিংক থেকে কেনাকাটা করেন, তবে আপনি কমিশন পাবেন। অ্যামাজন, ফ্লিপকার্টসহ বহু ই-কমার্স কোম্পানি এই সুবিধা দেয়। একটি ভিডিও ভাইরাল হলে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকেই মাসে কয়েক লক্ষ টাকা আয় করা সম্ভব।
আরও পড়ুন- সূর্য থেকে পৃথিবীতে কত তাপ পৌঁছায়, যদি সমস্ত শক্তি আসে তবে কী হতে পারে জানেন?
একবার আপনার চ্যানেল জনপ্রিয় হয়ে উঠলেই ব্র্যান্ডগুলো নিজেরাই আপনার কাছে আসবে। তারা চাইবে আপনি তাদের পণ্য প্রচার করুন। অনেক ইউটিউবার একেকটি ভিডিওতেই ১,০০,০০০ থেকে ৫,০০,০০০ টাকা পর্যন্ত আয় করেন। এটি ইউটিউবে অর্থ উপার্জনের সবচেয়ে লাভজনক এবং স্থায়ী উপায়। মনে রাখতে হবে যে, ইউটিউব শুধু দর্শক টানার জায়গাই নয়, বরং এটি আপনার ডিজিটাল প্রোডাক্ট বিক্রিরও সেরা প্ল্যাটফর্ম। ই-বুক, অনলাইন কোর্স, ওয়ার্কশপ ও ট্রেনিং- এসবের প্রচারের জন্য ইউটিউব একদম ফ্রি ট্র্যাফিক জোগায়।
আরও পড়ুন- অবশেষে.....! BSNL 5G নিয়ে সবচেয়ে বড় আপডেট
যদি আপনার চ্যানেল মনিটাইজড হয়, তবে ইউটিউব মেম্বারশিপ চালু করতে পারবেন। এতে ভক্তরা মাসিক সাবস্ক্রিপশন দিয়ে এক্সক্লুসিভ কনটেন্ট দেখতে পাবেন। এছাড়া লাইভ স্ট্রিম চলাকালীন সুপার চ্যাট ও সুপার স্টিকার থেকেও আলাদা আয়ের সুযোগ রয়েছে। AdSense থেকে মাসে কয়েক হাজার টাকা আয় করা সম্ভব হলেও, শুধু এর ওপর নির্ভর করলে আপনার ইউটিউব কেরিয়ার এগোবে না। তাই মাল্টিপল রেভিনিউ স্ট্রিম তৈরি করা জরুরি।
ইউটিউবে সাফল্য শুধু ভিউ আর সাবস্ক্রাইবারের ওপর নির্ভর করে না। গোপন রহস্য হল– অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্র্যান্ড ডিল, ডিজিটাল প্রোডাক্ট ও মেম্বারশিপ মিলিয়ে বহুমুখী আয়ের ব্যবস্থা করা। আপনি যদি এই কৌশলগুলো রপ্ত করতে পারেন, তবে শুধু মাসিক নয়, প্রতিদিনই লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব।