Tripura rape case: ভয়ঙ্কর কাণ্ড! গৃহশিক্ষিকার বাড়িতেই চরম লালসার শিকার নাবালিকা, অভিযোগের তির কার দিকে?

Tripura rape case: দ্রুত মামলার তদন্ত করে ৩১ জুলাই এর মধ্যেই মামলার চার্জশিট জমা করেন তদন্তকারী অফিসার। আদালতে শুনানির সময় ১২ জন সাক্ষী সরকার পক্ষে সাক্ষ্য প্রদান করেন।

Tripura rape case: দ্রুত মামলার তদন্ত করে ৩১ জুলাই এর মধ্যেই মামলার চার্জশিট জমা করেন তদন্তকারী অফিসার। আদালতে শুনানির সময় ১২ জন সাক্ষী সরকার পক্ষে সাক্ষ্য প্রদান করেন।

author-image
Debraj Deb
New Update
Tarapith gang rape: হকর্মীর স্ত্রীকে গণধর্ষণ করার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে

প্রতীকী ছবি

Tripura rape case: গৃহশিক্ষিকার বাড়িতে পড়তে গিয়ে স্বামীর হাতে বারংবার নাবালিক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে ৪৪ বছর বয়সি এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে আজ ২০ বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করেছে ত্রিপুরার ঊনকোটি জেলার একটি স্থানীয় আদালত।

Advertisment

আরও পড়ুন- অভিমান করে বাড়ি থেকে বেরোনোই কাল হল, বাংলাদেশ পেরিয়ে সোজা উঠলেন ভারতে, তারপর?

সরকারের হয়ে মামলাটি লড়েন  স্পেশাল পাবলিক প্রসিকিউটর সুনির্মল দেব। এক সাংবাদিক বৈঠক করে স্পেশাল পিপি সুনির্মল দেব ও আইনজীবী সন্দীপ দেবরায় গোটা বিষয়টি তুলে ধরেছেন।

Advertisment

তাঁরা জানিয়েছেন, ঊনকোটি জেলার এক গৃহশিক্ষিকার বাড়িতে পড়তে গিয়ে শিক্ষিকার স্বামীর হাতে বারবার ধর্ষিতা হয়েছিল ১১বছরের এক নাবালিকা। ঘটনাটি ২০২৩ সালের। 

জানা গেছে, গৃহশিক্ষিকা যখন বাড়িতে উপস্থিত থাকতেন না অথবা পুজো দিতে অন্য ঘরে থাকতেন, তখন মহিলার স্বামী নাবালিকা মেয়েটিকে ধর্ষণ করত। অভিযোগ এই একই ঘটনা বারে বারে ঘটেছিল সেই ছাত্রীর সঙ্গে।

আরও পড়ুন- 'মন কি বাত' অনুষ্ঠান চলাকালীন বিজেপি কর্মীদের উপর হামলা, তুমুল চাঞ্চল্য

২০২৩ সালের ৫ই জুলাই মেয়েটি গৃহশিক্ষিকার বাড়িতে যাবার পর আর সেখানে যেতে রাজি হয়নি। কিছুদিন পর মেয়েটির পরিবারের লোকেরা গৃহশিক্ষিকার বাড়িতে ধর্ষণের কথা জানতে পারে। ৮ই জুলাই স্থানীয় থানায় গৃহশিক্ষিকার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

দ্রুত মামলার তদন্ত করে ৩১ জুলাই এর মধ্যেই মামলার চার্জশিট জমা করেন তদন্তকারী অফিসার। আদালতে শুনানির সময় ১২ জন সাক্ষী সরকার পক্ষে সাক্ষ্য প্রদান করেন।

মামলার শেষে আজ একজন স্পেশাল জজ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের জেল ও ১১ হাজার টাকা জরিমানার শাস্তি ঘোষণা করেন। অনাদায়ে অতিরিক্ত চার মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

আরও পড়ুন- চলন্ত বাসে যুবতীর শ্লীলতাহানির ঘটনায় উত্তাল পরিস্থিতি, শান্তির বার্তা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর