/indian-express-bangla/media/media_files/2024/11/05/4c7JTuLUMDP7l6ZNw8Tz.jpg)
প্রতীকী ছবি
Tripura rape case: গৃহশিক্ষিকার বাড়িতে পড়তে গিয়ে স্বামীর হাতে বারংবার নাবালিক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে ৪৪ বছর বয়সি এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে আজ ২০ বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করেছে ত্রিপুরার ঊনকোটি জেলার একটি স্থানীয় আদালত।
আরও পড়ুন- অভিমান করে বাড়ি থেকে বেরোনোই কাল হল, বাংলাদেশ পেরিয়ে সোজা উঠলেন ভারতে, তারপর?
সরকারের হয়ে মামলাটি লড়েন স্পেশাল পাবলিক প্রসিকিউটর সুনির্মল দেব। এক সাংবাদিক বৈঠক করে স্পেশাল পিপি সুনির্মল দেব ও আইনজীবী সন্দীপ দেবরায় গোটা বিষয়টি তুলে ধরেছেন।
তাঁরা জানিয়েছেন, ঊনকোটি জেলার এক গৃহশিক্ষিকার বাড়িতে পড়তে গিয়ে শিক্ষিকার স্বামীর হাতে বারবার ধর্ষিতা হয়েছিল ১১বছরের এক নাবালিকা। ঘটনাটি ২০২৩ সালের।
জানা গেছে, গৃহশিক্ষিকা যখন বাড়িতে উপস্থিত থাকতেন না অথবা পুজো দিতে অন্য ঘরে থাকতেন, তখন মহিলার স্বামী নাবালিকা মেয়েটিকে ধর্ষণ করত। অভিযোগ এই একই ঘটনা বারে বারে ঘটেছিল সেই ছাত্রীর সঙ্গে।
আরও পড়ুন- 'মন কি বাত' অনুষ্ঠান চলাকালীন বিজেপি কর্মীদের উপর হামলা, তুমুল চাঞ্চল্য
২০২৩ সালের ৫ই জুলাই মেয়েটি গৃহশিক্ষিকার বাড়িতে যাবার পর আর সেখানে যেতে রাজি হয়নি। কিছুদিন পর মেয়েটির পরিবারের লোকেরা গৃহশিক্ষিকার বাড়িতে ধর্ষণের কথা জানতে পারে। ৮ই জুলাই স্থানীয় থানায় গৃহশিক্ষিকার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
দ্রুত মামলার তদন্ত করে ৩১ জুলাই এর মধ্যেই মামলার চার্জশিট জমা করেন তদন্তকারী অফিসার। আদালতে শুনানির সময় ১২ জন সাক্ষী সরকার পক্ষে সাক্ষ্য প্রদান করেন।
মামলার শেষে আজ একজন স্পেশাল জজ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের জেল ও ১১ হাজার টাকা জরিমানার শাস্তি ঘোষণা করেন। অনাদায়ে অতিরিক্ত চার মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।