Road accident:গঙ্গাসাগরে পুণ্যাস্নান সেরে আর বাড়ি ফেরা হল না...পথেই বীভৎস দুর্ঘটনার বলি ১০

National Highway accident: স্বাধীনতা দিবসের সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যুমিছিল। মর্মান্তিক ওই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন।

National Highway accident: স্বাধীনতা দিবসের সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যুমিছিল। মর্মান্তিক ওই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
10 killed  ,Road accident,  Burdwan  ,Returning to Bihar,  Pilgrims,  Holy dip  ,Gangasagar,  Fatal crash  ,Many injured  ,National Highway accident,মৃত ১০,  সড়ক দুর্ঘটনা,  বর্ধমান,  বিহার ফেরত  ,পূণ্যার্থী  ,পবিত্র স্নান,  গঙ্গাসাগর,  মর্মান্তিক দুর্ঘটনা  ,আহত বহু , জাতীয় সড়ক দুর্ঘটনা

Road accident: দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Road accident: পুণ্যভ্রমণ সেরে আর বাড়ি ফেরা হলনা। ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্য হল দুই মহিলা সহ ১০ জন পূণ্যার্থীর। জখম হয়েছেন প্রায় ৩৫ জন।তাদের মধ্যে কয়েকজন  শিশুও রয়েছে। শুক্রবার সকালে বর্ধমানের নবাবহাট সংলগ্ন ফাগুপুরের কাছে ১৯ নম্বর জাতীর  সড়কে দুর্ঘটনাটি ঘটেছৈ । মৃত ও জখমরা সকলেই বিহারের  বাসিন্দা। জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য  বর্ধমান মেডকেল কলেজ হাসপাাতালে ভর্তি করা হয়েছে । 

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসে চেপে বিহারের মতিয়ার জেলার চিরাইয়া সরসওয়াঘাট এলাকার ৪৫ জন বাসিন্দা পুণ্যার্জনে বিভিন্ন তীর্থক্ষেত্রে ভ্রমণে বেরিয়েছিলেন। দেওঘর-সহ বিভিন্ন তীর্থস্থান ঘোরার পর বৃহস্পতিবার গঙ্গাসাগরে পূণ্যস্নান সারেন পুণ্যার্থীরা। এরপর কলকাতা ঘুরে বাসে চেপে পুণ্যার্থীরা এদিন বিহারে  ফিরছিলেন । 

পূর্ব বর্ধমানে  ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে যাবার সময় বর্ধমানের ফাগুপুরের কাছে বাসটি সড়ক পথে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে । তাতে  পূণ্যার্থী বোঝাই বাসটির  সামনের দিকের বেশ কিছুটা অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায় । ঘটনাস্থলেই  ১০ জন প্রাণ খোয়ান। 

Advertisment

আরও পড়ুন- Fatal road accident :ট্রাফিক আইন থোড়াই কেয়ার! স্বাধীনতা দিবসে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুমিছিলের দায় কার?

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক্য বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। জখমদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে। 

আরও পড়ুন- West Bengal News Live Updates: 'দেশবাসীর সম্মান রক্ষা করার জন্য আমাদের লড়াই জারি থাকবে', স্বাধীনতা দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ জানিয়েছেন, বাস দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে দু’জন মহিলা রয়েছেন। কয়েকজন শিশু সহ প্রায় ২৫জন জখম  বাসযাত্রীকে এখনো পর্যন্ত হাসপাতালে আনা হয়েছে।  জখমদের মধ্যে ৪-৫ জনের অবস্থা সংকটজনক রয়েছে। 

আরও পড়ুন- Road Accident: স্বাধীনতা দিবসে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুমিছিল, আহত বহু, আর্তনাদ-হাহাকার হাসপাতালে!

দুর্ঘটনার খবর পেয়ে জেলাশাসক আয়েশা রাণী এ বর্ধমান হাসপাতালে পৌঁছোন। জখমদের চিকিৎসার ব্যপারে তিনি খোঁজখবর  নেন। জেলাশাসক বলেন, "জখমদের  চিকিৎসা শুরু হয়েছে। ময়নাতদন্ত  শেষে মৃত ১০ জনের দেহ বিহারে পৌছে দেওয়ার ব্যবস্থা  আমরা করে দেব।" 

Road Accident Bengali News Today Purba Bardhaman