Advertisment

Durga Puja 2024: পুজোর মধ্যে কলকাতায় আন্দোলন চললে কী করবে পুলিশ? সাফ জানালেন CP

Durga Puja 2024-Kolkata Police: দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। কলকাতা শহরের বড় পুজো মণ্ডপগুলি তৈরির কাজ শেষ। গুটিকয়েক পুজো মণ্ডপ তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে। কলকাতা পুলিশ অনুমোদিত ১৯০৫টি দুর্গাপুজো হচ্ছে এবার শহরে।

author-image
Nilotpal Sil
New Update
Durga Puja 2024, Kolkata, Manoj Verma, দুর্গাপুজো ২০২৪, মনোজ ভার্মা, কলকাতা

কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

Durga Puja 2024: প্রতিবারের মতো এবারও দুর্গাপুজোর (Durga Puja 2024) শান্তির পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর কলকাতা পুলিশ (Kolkata Police)। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে প্রতিমা দর্শন করতে পারেন তার জন্য সব রকমের বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma)।

Advertisment

শুক্রবার কলকাতা পুলিশের পুজোর ম্যাপ উদ্বোধন করেন নগরপাল মনোজ ভার্মা। এবারের পুজোয় আরজি কর (RG Kar) আন্দোলন নিয়ে আগেভাগে সতর্ক কলকাতা পুলিশ। পুজোর আগে টানা কয়েক সপ্তাহ ধরে লাগাতার আরজি কর কাণ্ডের প্রতিবাদ চলেছে দিকে দিকে। তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচার চেয়ে গত কয়েক সপ্তাহে লাগাতার বিক্ষোভে উত্তাল হয়েছে তিলোত্তমা মহানগরীর রাজপথ। 

বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক সংগঠনগুলি নিজেদের মতো করে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয়েছে। এমনকী পুজোর মুখেও শহর কলকাতার বিভিন্ন প্রান্তে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে নানা সংগঠনের তবে বিক্ষোভ কর্মসূচি চলছে ফি দিন।

আরও পড়ুন- Durga Puja 2024: গম্ভীরা গান থেকে পুতুল নাচ, মালদার পুজোয় এবারেও চমকের ছড়াছড়ি!

আরও পড়ুন- WB Govt: দেবীপক্ষের শুরুতেই বিরাট সুখবর! আজ থেকেই 'পুজো-উপহারের' টাকা দেবে রাজ্য

আরও পড়ুন- Durga Puja 2024: অভাবনীয় দক্ষতায় অভূতপূর্ব সৃষ্টি! মা দুর্গার মূর্তি গড়ে গিনেসবুকে নাম তুলতে চান জয়মাল্য

এবার দুর্গাপুজোর মধ্যেও আরজি কর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি চলতে পারে। উৎসবের আবহে তেমন আন্দোলন চললে কী করবে পুলিশ? এই প্রশ্নের জবাবে আজ কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, "সব বন্দোবস্ত করা আছে। তবে আমরা আশা করছি পুজোয় কোথাও কোনও বাধা সৃষ্টির চেষ্টা হবে না।"

kolkata Durga Puja 2024 RG Kar Case RG Kar Case
Advertisment