Mandarmani Murder Case: প্রেমঘটিত কারণেই মন্দারমণির হোটেলে খুন বিবাহিত তৃণমূল নেতা, তদন্তে নয়া মোড়

Mandarmani Murder Case: দিন কয়েক আগেই মন্দারমণিতে একটি হোটেলের ঘর থেকে তৃণমূল নেতা আবুল নাসারের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ তদন্তে নেমে দু'জনকে গ্রেপ্তার করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Administration orders demolition of 140 hotels in Mandarmani: মন্দারমণিতে বেআইনি হোটেল ভেঙে ফেলার নির্দেশ

Mandarmani Murder Case: মন্দারমণিতে তৃণমূল নেতা খুনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে।

2 arrested in connection with tmc leader murder case in Mandarmani: মন্দারমণিতে (Mandarmani) তৃণমূল নেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। প্রেমঘটিত কারণে আবুল নাসার নামে বছর চৌঁত্রিশের ওই যুবককে খুন করা হয়েছে বলে অনুমান করছে পুলিশ। ইতিমধ্যেই মৃতের এক বান্ধবী-সহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisment

পূর্ব মেদিনীপুরের মন্দারমণির একটি হোটেলের ঘর থেকে আমডাঙার তৃণমূল উপ প্রধানের স্বামী আবুল নাসারের মৃতদেহ উদ্ধার হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের স্ত্রী সুমাইয়া পারভিন আগেই দাবি করেন, যে তাঁর স্বামী আত্মহত্যা করতে পারেন না বরং তাকে কেউ খুন করতে থাকতে পারেন। পুলিশ ঘটনার তদন্ত নেমে তনুশ্রী মুখোপাধ্যায় ও আতাউর মণ্ডল নামে আরও এক যুবককে গ্রেপ্তার করে।

এদিকে, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রেমঘটিত কারণেই খুন হতে পারেন ওই যুবক। তনুশ্রী মুখোপাধ্যায়ের সঙ্গে মৃত আবুল নাসার নামে ওই তৃণমূল নেতার প্রেমের সম্পর্ক ছিল বলে জানতে পেরেছে পুলিশ। তনুশ্রী ও নাসারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল বলেও জেনেছে পুলিশ। মন্দারমণিতে আবুলের সঙ্গেই বেড়াতে গিয়েছিল তার প্রেমিকা তনুশ্রী মুখোপাধ্যায় আরও এক পরিচিত যুবক আতাউর মণ্ডল নামে এক যুবক।

আরও পড়ুন- West Bengal News Live: লজ্জার বাংলাদেশ! জুতোর মালা পরিয়ে ঘোরানো হল একাত্তরের মুক্তিযোদ্ধাকে

Advertisment

আরও পড়ুন- Tiger in Purulia: বাঘের হানায় পৌষেও ঘাম ঝরছে! পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে 'রয়্যাল বেঙ্গল রহস্য'

সেখানেই হোটেলের ঘরে তনুশ্রী ও আবুলের মধ্যে বচসা হয় বলে জেনেছে পুলিশ। সম্ভবত সেই বচসা চরমে ওটার কারণেই আবুলকে খুন হতে হয়েছে বলে অনুমান করছে তারা। এই ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করে দফায় দফায় জেরা চলছে।

আরও পড়ুন- Bengal Weather Update: বৃষ্টির পর্ব চুকেছে, ঠান্ডার আমেজ গোটা রাজ্যে, বড়দিন থেকেই কাঁপানো শীত বঙ্গে?

tmc Murder Bangla News Bengali News Today West Bengal News Mandarmani news in west bengal news of west bengal