/indian-express-bangla/media/media_files/2024/12/17/uhufkYtfVX5b69VKEg5T.jpg)
News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Latest West Bengal News Highlights: শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়ে ভারত সরকারকে চিঠি দিয়েছে মুহাম্মদ ইউনূসের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোমবার এমনটাই জানিয়েছেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
এদিকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ক্যানিং থেকে গ্রেপ্তার হওয়া কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সিকে। গতকালই আলিপুর আদালতে তোলা হয়েছিল তাকে। তদন্তের জন্য ট্রানজিট রিমান্ডে জঙ্গি মুন্সিকে কাশ্মীর নিয়ে যাওয়া হতে পারে বলেও সূত্রের খবর। আদতে কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা জাভেদ মুন্সির এক আত্মীয় রয়েছেন ক্যানিংয়ে। সেই বাড়িতেই উঠেছিল জাভেদ। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে সেই ক্যানিং থেকেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। উপত্যকার নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সি।
অন্যদিকে, নৈরাজ্যের বাংলাদেশে (Bangladesh) এবার আরও এক চূড়ান্ত অসম্মানকর মুহূর্তের সাক্ষী সে দেশের অশীতিপর এক মুক্তিযোদ্ধা। বৃদ্ধ ওই মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে ক্ষমা চাওয়ানোলা হল। শুধু তাই নয় জুতোর মালা পরিয়ে গোটা এলাকা ঘোরানো হয় বাংলাদেশের ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধে অংশ নেওয়া কুমিল্লার আব্দুল হাই কানুকে। তাঁর অপরাধ, তিনি আওয়ামী লিগকে সমর্থন করতেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও-য় কয়েকজন যুবককে আব্দুল হাই কানুকে জুতোর মালা পরিয়ে ঘোরাতে দেখা গিয়েছে। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করে দেখেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।
-
Dec 23, 2024 17:53 IST
West Bengal News Live: হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি বাংলাদেশের
শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়ে ভারত সরকারকে চিঠি দিয়েছে মুহাম্মদ ইউনূসের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোমবার এমনটাই জানিয়েছেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ অনুসারে, তৌহিদ জানিয়েছেন “প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে। ভারতকে এই বিষয়ে জানানো হয়েছে।”
-
Dec 23, 2024 17:01 IST
West Bengal News Live: বদলে যাচ্ছে জগন্নাথ দর্শনের নিয়ম
পুরীর মন্দিরে এবার প্রভু জগন্নাথ দেবের দর্শনে নতুন নিয়ম চালু করার কথা জানিয়েছে ওড়িশা সরকার। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই ব্যবস্থা চালু করা হবে পুরীতে। এবার থেকে সহজেই পুন্যার্থীরা যাতে জগন্নাথ দেবের মূর্তির একেবারে কাছে পৌঁছে যেতে পারেন তার জন্য ব্যারিকেড দিয়ে ৬টি আলাদা লাইন তৈরি হবে। এই ব্যবস্থার ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হবে না ভক্তদের। ভক্তদের সুবিধা দিতেই নতুন নিয়ম ওড়িশা সরকারের।
-
Dec 23, 2024 16:40 IST
West Bengal News Live: পুরনো শিক্ষা নীতি প্রত্যাহার কেন্দ্রের
নতুন শিক্ষানীতি অষ্টম শ্রেণী পর্যন্ত ফিরছে পাশ ফেল। পুরনো শিক্ষা নীতি প্রত্যাহার কেন্দ্রের।এবার থেকে পঞ্চম আর অষ্টম শ্রেণীতে হবে পরীক্ষা। পরীক্ষায় পাশ করতে হবে, না হলে ফের পরীক্ষার সুযোগ মিলবে। পঞ্চম ও অষ্টম শ্রেণির পরীক্ষায় ফেল করলে আর একবার পরীক্ষা দেওয়ার সুযোগ মিলবে। সেই পরীক্ষায় ফেল করলে তবে ফেল। পরীক্ষায় পাশ-ফেল নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের।
-
Dec 23, 2024 16:01 IST
West Bengal News Live:মিঠুন যেতেই বিশৃঙ্খলা
দলের সদস্য সংগ্রহ অভিযানে পূর্ব বর্ধমানে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। সোমবার জামালপুরে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তবে মিঠুন যেতেই সভায় অংশ নেওয়া বিজেপি নেতা-কর্মীদের একাংশ গন্ডগোলে জড়িয়ে পড়েন। পরিস্থিতি দেখে মিনিট দশেকের মধ্যে সেখান থেকে বেরিয়ে যান মহাগুরু।
জামালপুরে বিজেপির সভায় মিঠুন চক্রবর্তী। -
Dec 23, 2024 15:12 IST
West Bengal News Live:চিকিৎসকদের অবস্থানে বাধা নেই
আবারও কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল রাজ্য সরকারের। ধর্মতলায় চিকিৎসকদের অবস্থান ইস্যুতে সিঙ্গল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চে। আরজি কর কান্ডের প্রতিবাদে ফের একবার অবস্থানে বসেছেন চিকিৎসকরা। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত শর্তসাপেক্ষে চিকিৎসকদের ধরনায় অনুমতি দিয়েছিল। তবে রাজ্য আবেদন করে, ২৪ ও ২৫ ডিসেম্বর ধর্মতলায় অবস্থান বন্ধ রাখা হোক। রাজ্যের সেই আর্জি আজ খারিজ হল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে।
-
Dec 23, 2024 13:09 IST
West Bengal News Live:কলকাতায় আসার পথেই গ্রেপ্তার বাংলাদেশি
ভারতে অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করলে পুলিশ। বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় (Tripura) ঢুকেছিল ওই ৩ বাংলাদেশি। আগরতলা (Agartala) হয়ে কলকাতার দিকে আসার চেষ্টা করছিল তিনজন। তবে তার আগেই তাদের গ্রেপ্তার করে পুলিশ। আগরতলা স্টেশন থেকেই তাদের গ্রেপ্তার করে রেল পুলিশ।
বিস্তারিত পড়ুন- Agartala News: সীমান্ত পেরিয়ে আগরতলায় ৩ বাংলাদেশি, কলকাতায় আসার পথেই গ্রেপ্তার
-
Dec 23, 2024 12:26 IST
West Bengal News Live:পথ দুর্ঘটনার বলি যুবক
আবারও শহর কলকাতায় মারাত্মক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা বাইকের। ছিটকে পড়ে গুরুতর জখম হন বাইকচালক ওই যুবক। দ্রুত তাঁকে নিকটবর্তী নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন।
-
Dec 23, 2024 12:15 IST
West Bengal News Live:পাকিস্তান পালানোর ছক ছিল জাভেদের
ক্যানিং থেকে ধৃত কাশ্মীরের কুখ্যাত জঙ্গি জাভেদ মুন্সি। ক্যানিংয়ে শ্যালকের বাড়িতে এসেছিল কাশ্মীরের এই জঙ্গি। ক্যানিং হাসপাতালের উল্টো দিকের বাড়িতে এসে উঠেছিল সে। জাভেদকে জেরায় পুলিশের দাবি, ক্যানিং থেকে বাংলাদেশ, নেপাল হয়ে পাকিস্তানে পালানোর ছক কষেছিল জাভেদ।
-
Dec 23, 2024 11:52 IST
West Bengal News Live:শুভেন্দুকে নিয়ে বিরাট দাবি
"আমাদের একটা ভয় আছে। কোনওদিন দেখব কালীঘাটের সামনে একজন ষাষ্ঠাঙ্গে পড়ে আছেন। দিদির গাড়ি বেরোবে, দিদি নবান্নয় যাবেন। রাস্তায় সাদা পাজামা-পঞ্জাবি পড়ে একজন ষাষ্ঠাঙ্গে পড়ে আছেন। দিদি ক্ষমা করো।" সম্প্রতি পূর্ব মেদিনীপুরের মহিষাদলের সভায় এভাবেই রাজ্যের বিরোধী দলনেতাকে তুমুল আক্রমণ শানালেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের।
বিস্তারিত পড়ুন- Mahishadal News: 'দিদির কাছে ক্ষমা চাইতে পারেন শুভেন্দু', জল্পনা উসকে বিরাট দাবি জয়প্রকাশের
-
Dec 23, 2024 11:28 IST
West Bengal News Live: এনকাউন্টারে নিকেশ তিন ভয়ঙ্কর খালিস্তানি জঙ্গি
উত্তরপ্রদেশের পিলিভিটে এনকাউন্টারে খতম তিন খালিস্তানি জঙ্গি। পাঞ্জাবের গুরুদাসপুরে একটি পুলিশ চাক পোস্ট লক্ষ্য করে বোমা ছোঁড়ে এই তিন খালিস্তানি জঙং। তারপর থেকে তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে যোগী পুলিশ এবং পাঞ্জাব পুলিশের যৌথ দল।
-
Dec 23, 2024 11:05 IST
West Bengal News Live:ফের স্বমহিমায় দিলীপ!
আবারও রাজ্য বিজেপিতে পুরনো ঢঙেই ফিরতে দেখা যাচ্ছে প্রাক্তন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। নিজের দুই পুরনো সঙ্গী সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিকে দিকে সভা-সমাবেশ করছেন প্রাক্তন সাংসদ। বিজেপির এখনকার নেতৃত্ব অর্থাৎ সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা দিলীপ ঘোষকে তো বটেই, সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়েরও বেশ কোণঠাসা করে রেখেছে। তবে সম্প্রতি নাকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ইশারাতেই ফের এরাজ্যে সংগঠন চাঙ্গা করার দায়িত্ব বেশ খানিকটা নিজের কাঁধেই তুলে নিয়েছেন দিলীপ ঘোষ।
-
Dec 23, 2024 11:00 IST
West Bengal News Live:শুভেন্দুকে কটাক্ষ জয়প্রকাশের
"আমাদের একটা ভয় আছে। কোনও দিন দেখব কালীঘাটের সামনে একজন ষাষ্ঠাঙ্গে পড়ে আছেন। দিদির গাড়ি বেরোবে, দিদি নবান্নয় যাবেন। রাস্তায় সাদা পাজামা-পঞ্জাবি পড়ে একজন ষাষ্ঠাঙ্গে পড়ে আছেন। দিদি ক্ষমা করো।" সম্প্রতি পূর্ব মেদিনীপুরের মহিষাদলের সভায় এভাবেই রাজ্যের বিরোধী দলনেতাকে তুমুল আক্রমণ শানালেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের।
-
Dec 23, 2024 10:50 IST
West Bengal News Live:মন্দারমণিতে তৃণমূল নেতা খুনে নয়া তথ্য
মন্দারমণিতে (Mandarmani) তৃণমূল নেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। প্রেমঘটিত কারণে আবুল নাসার নামে বছর চৌঁত্রিশের ওই যুবককে খুন করা হয়েছে বলে অনুমান করছে পুলিশ। ইতিমধ্যেই মৃতের এক বান্ধবী-সহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিস্তারিত পড়ুন- Mandarmani Murder Case: প্রেমঘটিত কারণেই মন্দারমণির হোটেলে খুন বিবাহিত তৃণমূল নেতা, তদন্তে নয়া মোড়
-
Dec 23, 2024 10:04 IST
West Bengal News Live:বান্দোয়ানের জঙ্গলে 'রয়্যাল বেঙ্গল রহস্য'
গত কয়েক সপ্তাহ ধরে এ রাজ্যের জঙ্গলমহলে দাপিয়ে বেড়াচ্ছে ওড়িশা থেকে আসা রয়েল বেঙ্গল টাইগার। বাঘিনী জিনাতের আতঙ্কে ঘুম ছুটেছে বনকর্তাদের। ঝাড়গ্রাম পেরিয়ে এবার পুরুলিয়ায় (Purulia) ঢুকে পড়েছে বাঘিনী জিনাত। তার খোঁজে রীতিমতো নাজেহাল দশা বনকর্মীদের। একই সঙ্গে জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারাও প্রাণভয়ে সিঁটিয়ে রয়েছেন।
বিস্তারিত পড়ুন- Tiger in Purulia: বাঘের হানায় পৌষেও ঘাম ঝরছে! পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে 'রয়্যাল বেঙ্গল রহস্য'
-
Dec 23, 2024 09:10 IST
West Bengal News Live: বড়দিন থেকেই কাঁপানো শীত বঙ্গে?
অন্তত তেমন কোনও সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। বরং আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এখন শীতের অনুভূতি থাকলেও এটা আপাতত আগামী কয়েকদিন আর বাড়বে না। বুধবার অর্থাৎ বড়দিনের আগে রাজ্যের তাপমাত্রা আরও খানিকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশার দাপট থাকবে সকালের দিকে।
বিস্তারিত পড়ুন- Bengal Weather Update: বৃষ্টির পর্ব চুকেছে, ঠান্ডার আমেজ গোটা রাজ্যে, বড়দিন থেকেই কাঁপানো শীত বঙ্গে?