/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/arrest-759.jpg)
প্রতীকী ছবি।
কলকাতা পুলিশের কর্মী পরিচয় দিয়ে বয়স্ক মানুষজনদের থেকে অভিনব কায়দায় লুঠের ঘটনায় কর্নাটকের কুখ্যাত বিদর জ্ঞানের দুই পন্ডা গ্রেপ্তার।
গত ৯ মার্চ একটি ছিনতাইয়ের ঘটনার অভিযোগ দায়ের হয় বাগুইআটি থানায়। তদন্ত নেমে পুলিশ তদন্তে নেমে পুলিশ বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং সনাক্ত করে অপরাধীদের। বেশ কিছু তথ্য ধরে পুলিশ জানতে পারে মহারাষ্ট্রের লাটুর জেলায় ইউসুফ আলী এবং হাসলি নাসের দুজন গা ঢাকা দিয়েছে।
পুলিশ সেখানে হানা দেয় এবং এই দুই অভিযুক্তকেই গ্রেফতার করে। পরবর্তী ক্ষেত্রে ট্রানজিট রিমান্ডে তাদের কলকাতায় নিয়ে আসা হয়। বাগুইআটি থানায় হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এরা কর্নাটকের কুখ্যাত বিদর গ্যাংয়ের অন্যতম পন্ডা। এখনো পর্যন্ত এদের নামে কলকাতা এবং জেলা জেলা মিলিয়ে ত্রিশটিরও বেশি এরকম অভিযোগ জমা হয়েছে।
আরও পড়ুন- Kolkata News Live: প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি, নজর আজ হাইকোর্টে
কিন্তু কোনওভাবে তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এরা প্রবীণ নাগরিকদের নিজেদের কলকাতা পুলিশের কর্মী বলে পরিচয় দিত। নির্জন জায়গায় গাড়ি আটকে বয়স্ক মানুষজনদেরকে বলতো, "আপনাদের কাছে যে সোনা গয়না এবং টাকা পয়সা আছে সেগুলো আমাদের ব্যাগে দিয়ে দিন সামনে ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা কলকাতা পুলিশের সদস্য নির্দিষ্ট জায়গা এগিয়ে গিয়ে দাঁড়ান আপনারা আপনাদের জিনিস ফেরত পেয়ে যাবেন।"
এই ভাবেই গায়ের অলংকার থেকে শুরু করে সমস্ত কিছু হাতিয়ে নিত এই গ্যাং। এই দুষ্কৃতীরাই প্রবীণ ওই ব্যক্তিদের প্লাস্টিক ব্যাগ দিতো। প্রবীণ ওই ব্যক্তিদের তারা বলতো এই প্লাস্টিকের মধ্যে অলংকার গুলি রাখতে। এভাবে অলংকার ভর্তি প্যাকেট নিয়ে তারা চম্পট দিত।
কলকাতা এবং জেলা মিলিয়ে একাধিক থানায় এই অভিযোগ হয়েছে দিনের পর দিন। এই চক্র সক্রিয় হচ্ছে জেনেও পুলিশ তাদের খোঁজ পাচ্ছিল না। শেষমেষ বাগুইআটি থানার পুলিশ এই চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করে বাকিদের খোঁজ চালাচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us