Malda News: ফের সেই মালদা, চোরাকারবারিদের দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, অস্ত্রের কোপে জখম ১

Malda Incident: আবারও সেই মালদা। এবার কালিয়াচকে দুই গোষ্ঠীর তুমুল সংঘর্ষে গুলি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে জেলার আইনশৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন।

Malda Incident: আবারও সেই মালদা। এবার কালিয়াচকে দুই গোষ্ঠীর তুমুল সংঘর্ষে গুলি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে জেলার আইনশৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন।

author-image
Madhumita Dey
New Update
Malda News,Kaliachak,malda shootout,west bengal news,latest bengali news,মালদার খবর,কালিয়াচক

Malda News: ফের মালদায় চলল গুলি। তদন্তে কালিয়াচক থানার পুলিশ।

2 groups clashed in Maldas Kaliachak 2 are injured: চোরাকারবারিদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে চলল গুলি। ধারালো অস্ত্র দিয়েও কোপানোর অভিযোগ উঠেছে। মালদার কালিয়াচক থানার রামনগর বাজার এলাকার এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গুলিবিদ্ধ একজন সহ মোট দু'জন আশঙ্কাজনক অবস্থায় মালদার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তির নাম অসীম মণ্ডল, মাথায় হাঁসুয়ার কোপে জখম বিকাশ মণ্ডল নামে আর এক ব্যক্তি। বর্তমানে দু'জনেই মালদা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। গুলিবিদ্ধ এবং আহতদের বাড়ি কালিয়াচকের ভোলাইচক এলাকায়। রামনগর পঞ্চায়েত দপ্তরের সামনে একটি মদের দোকানে এই দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই বচসা রূপ নেয় সংঘর্ষের। চলে গুলি। ধারালো অস্ত্র দিয়েও একে অপরকে কোপাতে থাকে দুই গোষ্ঠীর কয়েকজন।

এদিকে এই সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা অস্ত্র ও ফেনসিডিল চোরা চালানের সঙ্গে যুক্ত বলে পুলিশের দাবি। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন থাকা দু'জনেও ব্রাউন সুগারের কারবারের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: বাংলায় কাজ করতে এসে নৃশংসভাবে খুন ভিনরাজ্যের যুবক, তদন্তে পুলিশ

এই নিয়ে গত কয়েক সপ্তাহের মধ্যে মালদায় বেশ কয়েকটি গুলি চালানোর ঘটনা ঘটেছে। এর আগে খাস মালদা শহরের বুকে এলোপাথাড়ি গুলিতে খুন হতে হয়েছিল তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি দুলাল সরকারকে। তারই কয়েকদিনের মাথায় এই কালিয়াচকেই মাথা থেঁতলে খুন করা হয় এক তৃণমূলকর্মীকে।

আরও পড়ুন- Kolkata Murder: খাস কলকাতায় প্রকাশ্য রাস্তায় তরুণীকে কুপিয়ে খুন, নাবালক-সহ ধৃত ৩

গতকালই মালদারই বৈষ্ণবনগর গুলি-কাণ্ডে জখম ব্যক্তির মৃত্যু হয়েছে কলকাতার হাসপাতালে। এবার ফের কালিয়াচকে দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি। বারবার মালদা জেলায় এমন নৃশংস-কাণ্ডের পুনরাবৃত্তিতে স্বাভাবিকভাবেই জেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে।

আরও পড়ুন- Saraswati Puja Weather: বৃষ্টি ভাসাবে সরস্বতী পুজো? শীতের বিদায় নিয়ে মিলল বড় আপডেট

Malda Bangla News Bengali News Today Shootout news in west bengal news of west bengal