Saraswati Puja Weather: বৃষ্টি ভাসাবে সরস্বতী পুজো? শীতের বিদায় নিয়ে মিলল বড় আপডেট

Saraswati Puja 2025 Weather Update: ভরা মাঘে শীতের জোরালো মেজাজের স্বাদ এবার আর মেলেনি বঙ্গবাসীর। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে রয়েছে।

Saraswati Puja 2025 Weather Update: ভরা মাঘে শীতের জোরালো মেজাজের স্বাদ এবার আর মেলেনি বঙ্গবাসীর। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
weather update, Weather forecast, আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather Update: সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

West Bengal Weather Update on Saraswati Pujo 2025: সরস্বতী পুজোর (Saraswati Puja) আগেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে জেলায়-জেলায়। শীতের আমেজ আরও ফিকে হয়েছে। তবে কি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই শীতের বিদায়? এরই মধ্যে দুই জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। সব মিলিয়ে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন ওয়েদার আপডেট (Weather Update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

Advertisment

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ছে। আজ শুক্রবার থেকে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী দিন পাঁচেক দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। আকাশ মেঘলা থাকলেও আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। 

কলকাতার ওয়েদার আপডেট 

শহর কলকাতাতেও তাপমাত্রা বাড়ছে। শীতের আমেজ বেশ ফিকে তিলোত্তমা মহানগরীতেও। কলকাতায় নতুন করে ঠান্ডার কামব্যাকের সম্ভাবনা আর নেই। বরং দিন যত এগোবে শীতের আমেজ আরও ফিকে হয়ে উষ্ণতা বাড়বে।

Advertisment

আরও পড়ুন- Kolkata Murder: খাস কলকাতায় প্রকাশ্য রাস্তায় তরুণীকে কুপিয়ে খুন, নাবালক-সহ ধৃত ৩

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

উত্তরবঙ্গের জেলাগুলিতে মনোরম পরিবেশ রয়েছে। তবে আজ উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে পাহাড়নগরী দার্জিলিঙে হতে পারে তুষারপাত।

আরও পড়ুন- Maha Kumbh 2025: মহা কুম্ভে পুণ্যলাভে গিয়েছিলেন, পদপিষ্টের ঘটনার পর থেকেই নিখোঁজ মালদার বৃদ্ধা

সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

সরস্বতী পুজোর দিন মোটের উপর আবহাওয়ায় বিশেষ রদবদল হবে না। রবিবার এবং সোমবার সরস্বতী পুজোর পঞ্চমী তিথি রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দু'দিনই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে।

আরও পড়ুন- Purba Bardhaman News: শিক্ষকের অভাবে স্কুলে তালা ঝুলেছে, শিক্ষাঙ্গণকেই 'হাট' বানিয়েছে পঞ্চায়েত

শীতের বিদায় কবে?

এবছরের মতো ঠান্ডার কামব্যাকের সম্ভাবনা আর নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা সামান্য নামতে পারে। যদিও ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নাগাদ শীতের বিদায় ঘন্টা বেজে যাবে বলে মনে করছে হাওয়া অফিস।

weather Saraswati Puja Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather