two miscreants arrested in Hooghly's Magra on the way to robbery:ঠিক যেন হিন্দি সিনেমার শ্যুটিং। ডাকাতি করে দুষ্কৃতীরা হাইওয়ে দিয়ে রুদ্ধশাসে বাইক ছোটাচ্ছে পিছনে ধাওয়া করেছে পুলিশ। বুধবার গভীর রাতের এই ঘটনা। কালনা থেকে ডাকাতি করে দুটি বাইক নিয়ে ডাকাতদল হুগলি সীমানা দিয়ে পালাচ্ছিল। এই খবর দ্রুত হুগলি পুলিশের কাছে পৌঁছোয়। খবর আসা মাত্র হুগলি জেলা পুলিশ অসম রোডে নাকা চেকিং শুরু করে দেয়। ডাকাতি করে ডাকাতরা কালনার দিক থেকে অসম রোড (অধুনা এস.টি.কে.কে রোড) দিয়ে দুটি বাইক নিয়ে পালাচ্ছিল হুগলির দিকে। ডাকাতি করে পালাচ্ছে খবর পেয়ে হুগলির মগরা থানার পুলিশ পালপাড়ার কাছে নাকা তল্লাশি করছিল। সেখানেই পাকড়াও করা হয় দুই দুষ্কৃতীকে।
নাকা তল্লাশির সময়ে দুটি নম্বরপ্লেটহীন বাইকে চার দুষ্কৃতী কল্যাণী ব্রিজের দিকে যাচ্ছিল। ডাকাত দলটির পিছু ধাওয়া করে পুলিশের ভ্যান। পুলিশের তাড়া খেয়ে ত্রিবেণী কালীতলা ব্রিজের রেলিংয়ে বাইক নিয়ে ধাক্কা মারে ডাকাতরা। ততক্ষণে একেবারে তাদের পিছনে চলে আসে পুলিশের ভ্যান। সেই মুহূর্তে তাদের কাছে থাকা বোমা পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোঁড়ে ডাকাতরা।
পুলিশের গাড়ির কাচ ভেঙে যায়। দু'জন পুলিশ কর্মী আহতও হন। তবে শেষ রক্ষা হয়নি ডাকাতদলের। পুলিশ কর্মীরা ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। ধ্বস্তাধস্তিতে প্রথমেই একজনকে ধরে ফেলে পুলিশ। পরে আরও একজনকে গ্রেফতার করা হয়। বাকি দুই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শর্টার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। কালনা পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে একের পর এক বাড়িতে ঢুকেছিল সশস্ত্র ডাকাত দল। মাথায় বন্দুক ঠেকিয়ে চলে ডাকাতি।
আরও পড়ুন- West Bengal News Live: 'পাকিস্তানে যা হয়েছে, বাংলাদেশেও তাই হবে', হিন্দুদের নিয়ে বিরাট শঙ্কায় রামমন্দিরের প্রধান পুরোহিত!
প্রত্যেককের কাছে আগ্নেয়াস্ত্র দেখে প্রাণের ভয়ে সিঁটিয়ে যায় পরিবারের সদস্যরা। মহিলাদের গায়ের সোনা থেকে আলমারি ভেঙে লক্ষাধিক টাকা লুঠ, কিছুই বাদ যায়নি কিছুই। সোনা ও টাকা সহ কয়েক লক্ষ টাকা লুঠ করে মাঠের রাস্তা ধরে বাইকে চেপে চম্পট দেয় ডাকাতদল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালনা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে কালনার হিজুলি গ্রামে। মগরা পালপাড়ার কাছে পুলিশ ডাকাতদের রাস্তা আটাকায় এবং ধাওয়া করে।
আরও পড়ুন- Bangladesh News: 'মহিলাদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞা', তালিবানি শাসন শুরু বাংলাদেশেও?, অগ্নিমিত্রার পোস্টে প্রশ্ন
পরিস্থিতি বেগতিক দেখে ডাকাতরা কালীতলা ব্রিজের কাছে এসে পুলিশ গাড়ির উপর বোমা মারে। তবে শেষমেশ দুই ডাকাতকে পাকড়াও করে পুলিশ। দুষ্কৃতীদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কাটারি, শাবল, ডাকাতির গয়না, টাকা উদ্ধার হয়েছে। দুটি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন- Kolkata Metro: কলকাতা মেট্রোরেলের ইতিহাসে এই প্রথমবার! ইউনিয়ন ভোটেও EVM