Heavy rain alert Bengal:সকাল থেকেই বৃষ্টি কলকাতায়, আজও দুরন্ত দুর্যোগ এই জেলাগুলিতে! আবহাওয়ার উন্নতি কবে থেকে?

29 July 2025 West Bengal weather: মঙ্গলবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু। আজ কলকাতায় বেলা গড়ালেই কাঁপানো দুর্যোগ?

29 July 2025 West Bengal weather: মঙ্গলবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু। আজ কলকাতায় বেলা গড়ালেই কাঁপানো দুর্যোগ?

author-image
IE Bangla Web Desk
New Update
IMD alert Kolkata heavy rainfall 15 July 2025,  Kolkata very heavy rain warning IMD  ,IMD warning Kolkata 15 Jul 2025 thunderstorms  ,IMD Gangetic West Bengal heavy to very heavy rain alert,  Kolkata rain alert IMD July 2025  ,কলকাতা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ১৫ জুলাই ২০২৫,  কলকাতা IMD সতর্কতা ১৫/৭/২০২৫,  ওয়েষ্ট বেঙ্গল ভারী বৃষ্টি ইমডি এলার্ট,  কলকাতা বজ্রবিদ্যুৎ বৃষ্টি সতর্কতা,  IMD কলকাতা অতি ভারী বৃষ্টিপাত সতর্ক

Kolkata rain warning IMD: মঙ্গলবার শহর কলকাতায় সকাল থেকেই শুরু বৃষ্টি।

IMD weather bulletin Bengal:বৃষ্টির হাত থেকে এখনই নিস্তার নেই। মঙ্গলবার ভোররাত থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা-মাঝারি বৃষ্টি চলছে। আজও দিনভর জেলায় জেলায় দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। দুর্যোগের এই পালা চলবে কতদিন? আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির জোরালো দাপট থাকবে। আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও দিনভর বিক্ষিপ্তভাবে দফায় দফায় বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি পিছু ছাড়বে না আগামিকালও। বুধবারও দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলির পাশাপাশি বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisment

হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির জোরালো দাপট কিছুটা হলেও কম হতে পারে। সব মিলিয়ে চলতি সপ্তাহের একেবারে শেষ ভাগ পর্যন্ত দক্ষিণবঙ্গে এই দুর্যোগের পালা চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া।

আরও পড়ুন- Malda News: বাদ গেল না কোলের শিশুও! বাঙালি পরিযায়ী শ্রমিককে চূড়ান্ত হেনস্থা, মমতা গর্জে উঠতেই.....

কলকাতার ওয়েদার আপডেট 

সপ্তাহের প্রথম দিনেও বৃষ্টিতে ভিজেছিল তিলোত্তমা মহানগরী। আজ মঙ্গলবার সকালেও কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে মেঘলা আকাশ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজও দিনভর শহর কলকাতায় দফায় দফায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন- 2026 Bengal elections:নজরে '২৬-এর ভোট, 'বাঙালি বিদ্বেষ' ও SIR, একে অন্যকে প্যাঁচে ফেলতে মুখিয়ে BJP-তৃণমূল

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির জোরালো দাপট লক্ষ্য করা যাবে আজ। আজ পার্বত্য জেলা দার্জিলিংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহারের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি চলবে। আগামিকালও বুধবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির দাপট থাকবে। সপ্তাহ শেষে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। কোনও কোনও জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে।

আরও পড়ুন-Visva-Bharati:৬২ একরেরও বেশি জমি দখল বিশ্বভারতীতে, কেন্দ্রের রিপোর্টে বিস্ফোরক তথ্য

rain Alipur weather Office Bengal Weather Forecast Kolkata Weather