Cyber Crime:খাস কলকাতায় বিরাট প্রতারণার পর্দাফাঁস! কাঁড়ি-কাঁড়ি টাকা বাজেয়াপ্ত, ধৃত ৩

Cyber Crime: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই অতর্কিতে চলে পুলিশি অভিযান। হাতেনাতে গ্রেফতার করা হয় তিনজনকে। সেই সঙ্গে বিপুল পরিমাণে নগদ টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে।

Cyber Crime: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই অতর্কিতে চলে পুলিশি অভিযান। হাতেনাতে গ্রেফতার করা হয় তিনজনকে। সেই সঙ্গে বিপুল পরিমাণে নগদ টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে।

author-image
Joyprakash Das
New Update
3 arrested for running fraud ring behind call center

Cyber Crime: বাজেয়াপ্ত কাঁড়ি-কাঁড়ি টাকা মেশিনে গোনার কাজ চলছে।

3 arrested for running fraud ring behind call center: আবারও বড়সড় দুর্নীতির পর্দাফাঁস। খাস কলকাতায় কল সেন্টারের আড়ালে চলছিল এই বড়সড় প্রতারণার চক্রটি। তবে শেষ রক্ষা হয়নি। নির্দিষ্ট সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে চলে অতর্কিতে অভিযান। সেই অভিযানেই কালো কারবারের পর্দা ফাঁস হয়েছে। বড়সড় এই প্রতারণা চক্রের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণে নগদ টাকাও।

Advertisment

সল্টলেকের সেক্টর ফাইভে একটি বহুতলে আন্তর্জাতিক কল সেন্টারের আড়ালে আদতে বড়সড় একটি প্রতারণা চক্র চালাচ্ছিল কয়েকজন। নির্দিষ্ট সূত্র মারফত এই চক্র সম্পর্কে জানতে পারে বিধাননগর কমিশনারেটের পুলিশ। খবর পেয়েই গোটা চক্রকে হাতেনাতে ধরার ফাঁদ পাতা হয়।

সেই মতো মঙ্গলবার রাতে অতর্কিতে সল্টলেক সেক্টর ফাইভের ওই বহুতলে অভিযান চালায় বিধাননগর পুলিশ কমিশনারেট। অবৈধ ওই কল সেন্টার থেকে নগদ ৬০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে ওই কল সেন্টারের মালিক অবিনাশ জয়সওয়াল ওরফে পীযূষকে গ্রেফতার করেছে পুলিশ। টাকা গুণতে রীতিমতো মেশিন আনতে হয়েছে পুলিশকে।

আরও পড়ুন- West Bengal News Live:'কাউকে দরকার নেই, নিজের ক্ষমতায় রাজনীতি করি', হুমায়ুনকে নিয়েও অবস্থান স্পষ্ট করলেন দিলীপ

Advertisment

তার বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকেও নগদ ৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও মোবাইল,ল্যাপটপ ইত্যাদি বেশ কিছু ইলেকট্রনিক্স সামগ্রীও বাজেয়াপ্ত করেছে পুলিশ। অবৈধ ওই কল সেন্টারের মালিক অবিনাশ জয়সওয়াল সহ আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন- South 24 Parganas News: একেবারে ফিল্মি কায়দায় হানা, কয়েক কোটি টাকার মাদক বাজেয়াপ্ত, পুলিশের জালে ১

Arrested Bengali News Today news in west bengal news of west bengal Bidhannagar police cyber crime