Agartala News: সীমান্ত পেরিয়ে আগরতলায় ৩ বাংলাদেশি, কলকাতায় আসার পথেই গ্রেপ্তার

Agartala News: বাংলাদেশের অস্থির পরিস্থিতির আবহে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ রেল স্টেশন,বিমানবন্দরে নজরদারি বহুগুণে বাড়ানো হয়েছে।

Agartala News: বাংলাদেশের অস্থির পরিস্থিতির আবহে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ রেল স্টেশন,বিমানবন্দরে নজরদারি বহুগুণে বাড়ানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Actor Srikanth, known for appearing in Tamil and Telugu films, was arrested by Chennai police on Monday on drug charges.

প্রতীকী ছবি।

3 Bangladeshi nationals arrested in Agartala: ভারতে অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিশ। বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় (Tripura) ঢুকেছিল ওই ৩ বাংলাদেশি। আগরতলা (Agartala) হয়ে কলকাতার দিকে আসার চেষ্টা করছিল তিনজন। তবে তার আগেই তাদের গ্রেপ্তার করে পুলিশ। আগরতলা স্টেশন থেকেই তাদের গ্রেপ্তার করে রেল পুলিশ।

Advertisment

শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের অবসানের পর বাংলাদেশে (Bangladesh) চূড়ান্ত নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। মহম্মদ ইউনূস (Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের দিকে দিকে আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা। বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে। ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা সীমান্ত এলাকায় গত কয়েক মাস ধরেই নজরদারি বহুগুণে বাড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

ত্রিপুরাতেও ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে। ওই সীমান্ত দিয়েই তিন বাংলাদেশী ভারতে ঢুকে পড়েছিল। তারা পৌঁছে গিয়েছিল আগরতলা স্টেশনে। আগরতলা থেকে কলকাতায় আসার পরিকল্পনা ছিল তাদের। তবে আগরতলা স্টেশনে তিনজনের চালচলন দেখে সন্দেহ হয় পুলিশের। দ্রুত তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এরপরেই সত্যিটা বেরিয়ে আসে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছে তারা। 

আরও পড়ুন- West Bengal News Live:বাংলাদেশ হয়ে পাকিস্তানে পালানোর ছক ছিল ক্যানিংয়ে ধৃত জঙ্গির

Advertisment

আরও পড়ুন- Mahishadal News: 'দিদির কাছে ক্ষমা চাইতে পারেন শুভেন্দু', জল্পনা উসকে বিরাট দাবি জয়প্রকাশের

তাদের কাছে কোনও বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। আগরতলা হয়ে কলকাতায় আসার পরিকল্পনা ছিল তাদের। ধৃত তিনজনেই বাংলাদেশের নোয়াখালির বাসিন্দা বলে জানা গিয়েছে। ঠিক কী কারণে বৈধ কাগজপত্র ছাড়াই তারা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ল তা এখনও স্পষ্ট হয়নি। ধৃতদের আদালতে তুলে হেফাজতে চাইবে পুলিশ।

আরও পড়ুন- Tiger in Purulia: বাঘের হানায় পৌষেও ঘাম ঝরছে! পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে 'রয়্যাল বেঙ্গল রহস্য'

Bangladesh tripura agartala Arrested Bangladeshi Bangladesh Crisis