Advertisment

Mahishadal News: 'দিদির কাছে ক্ষমা চাইতে পারেন শুভেন্দু', জল্পনা উসকে বিরাট দাবি জয়প্রকাশের

Mahishdal News: পূর্ব মেদিনীপুরের মহিষাদলে তৃণমূলের একটি সভায় হাজির হয়ে বিরোধী দলনেতাকে তুমুল আক্রমণ শানিয়েছেন জয়প্রকাশ মজুমদার।

author-image
Debanjana Maity
New Update
Suvendu Adhikari,Jay Prakash Majumdar,Mamata Banerjee,west bengal news,শুভেন্দু অধিকারী,জয়প্রকাশ মজুমদার

Suvendu Adhikari & Jay prakash Majumdar: শুভেন্দু অধিকারী ও জয়প্রকাশ মজুমদার।

Jay Prakash Majumdars sarcasm to Shuvendu Adhikari: "আমাদের একটা ভয় আছে। কোনওদিন দেখব কালীঘাটের সামনে একজন ষাষ্ঠাঙ্গে পড়ে আছেন। দিদির গাড়ি বেরোবে, দিদি নবান্ন যাবেন। রাস্তায় সাদা পাজামা-পঞ্জাবি পড়ে একজন ষাষ্ঠাঙ্গে পড়ে আছেন। দিদি ক্ষমা করো।" সম্প্রতি পূর্ব মেদিনীপুরের মহিষাদলের সভায় এভাবেই রাজ্যের বিরোধী দলনেতাকে তুমুল আক্রমণ শানালেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের।

Advertisment

রবিবার মহিষাদলে শাসকদলের একটি সভায় হাজির ছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। সেখানেই বক্তৃতা করতে উঠে কড়া ভাষায় তিনি আক্রমণ করেছেন বিরোধী দলনেতাকে। শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ শানিয়ে জয়প্রকাশ মজুমদার আরও বলেছেন, "বিজেপির বিধায়কদের বৈঠকে অর্ধেকের বেশি বিধায়ক শুভেন্দুর ডাকে আসেননি। এতেই বোঝা যাচ্ছে আসতে আসতে সে ওখানেও কোণঠাসা হচ্ছে। পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থা এত খারাপ। ওদের যাঁরা পর্যবেক্ষক সুনীল বনশালই বলছেন, সামনে ২০২৬-এ ৩০টি আসন পাবে কিনা সেইটা দেখ। এই পর্যায়ে কী আর করবে শুভেন্দু! তবে তৃণমূল আর কোনওভাবেই এই গদ্দারকে জায়গা দেবে না।"

উল্লেখ্য, রবিবার মহিষাদলের রথতলায় সম্প্রতি সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীদের সংবর্ধনাজ্ঞাপন অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিয়ে এমন মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। 

আরও পড়ুন- West Bengal News Live:বঙ্গ BJP-তে ফের স্বমহিমায় দিলীপ, পুরনো সঙ্গী সায়ন্তন, রাজুদের নিয়ে পরপর সভা

Advertisment

আরও পড়ুন- Mandarmani Murder Case: প্রেমঘটিত কারণেই মন্দারমণির হোটেলে খুন বিবাহিত তৃণমূল নেতা, তদন্তে নয়া মোড়

আরও পড়ুন- Tiger in Purulia: বাঘের হানায় পৌষেও ঘাম ঝরছে! পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে 'রয়্যাল বেঙ্গল রহস্য'

গতকালের ওই অনুষ্ঠানে জয়প্রকাশ মজুমদার ছাড়াও তৃণমূলের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান চিত্ত মাইতি-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। 

tmc Suvendu Adhikari Bangla News Bengali News Today Suvendu Adhikary Jayprakash Majumder news in west bengal news of west bengal
Advertisment