shalimar-Secunderabad express derail in nalpur: আবারও রেল দুর্ঘটনা। শনিবার সকাল পৌনে ছ'টা নাগাদ ডাউন শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। সেকেন্দ্রাবাদ থেকে শালিমারের দিকে আসছিল এই ট্রেনটি। জানা গিয়েছে, এদিন নলপুরের কাছে আচমকা লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের তিনটি বগি। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের পদস্থ আধিকারিকরা।
জানা গিয়েছে, এদিন ভোর পৌনে ছ'টা নাগাদ শালিমারের দিকে আসছিল ডাউন শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ট্রেন। নলপুরের কাছে হঠাৎ করে ট্রেনের তিনটি কামরা লাইন থেকে ছিটকে যায়। বড়সড় বিপত্তি এড়ানো গিয়েছে বলে মনে করছেন রেলের আধিকারিকরা। এই দুর্ঘটনার জেরে হতাহতের খবর মেলেনি।
যে এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে সেখানকার বাসিন্দারা জানিয়েছেন, এদিন ভোরে আচমকা বিকট শব্দ শুনতে পান তাঁরা। ভয়ে দ্রুত ঘরের বাইরে বেরিয়ে আসেন তাঁরা। এদিকে আচমকা চলন্ত ট্রেনের কামরা লাইনচ্যুত হয়ে পড়ায় তীব্র ঝাঁকুনি অনুভূত হয় ট্রেনের ভিতরেও। আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে দেন যাত্রীরা। ট্রেনের গতি কম থাকার জেরে বড় বিপত্তি এড়ানো গিয়েছে। যাত্রীরা আতঙ্কিত হলেও আহত হননি।
আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীরা এখবর আগে পড়ুন! রবিবারের পরিষেবা নিয়ে বিরাট খবর
আরও পড়ুন- Private Hospitals: সাধারণ মানুষের জন্য বিশাল খবর! বেসরকারি হাসপাতালে চিকিৎসায় এবার ফাটাফাটি 'সুবিধা'
যদিও দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। এদিন সকালে দুর্ঘটনার খবর পাওয়ার পরেই দক্ষিণ পূর্ব রেলের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। ঘটনাস্থলে গিয়েছেন রেলের ইঞ্জিনিয়াররাও। কী কারণে এই বিপত্তি ঘটল তা পরীক্ষা করে দেখা হচ্ছে। যদিও দুর্ঘটনার জেরে ওই লাইনে ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হয়েছে।
এই দুর্ঘটনার জেরে বেশ কিছু দূরপাল্লার ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। ঘুরপথে চালানো হচ্ছে ১২৫০৯ বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস, ২২৫০৩ কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেস, ১২১৫১ লোকমান্য তিলক-শালিমার এক্সপ্রেস, ১২৮০৯ মুম্বই-হাওড়া এক্সপ্রেস, ১৮০২৯ লোকমান্য তিলক-শালিমার এক্সপ্রেস।