Advertisment

Kolkata Metro: মেট্রোযাত্রীরা এখবর আগে পড়ুন! রবিবারের পরিষেবা নিয়ে বিরাট খবর

Kolkata Metro: যাত্রীদের স্বার্থে বরাবরই বাড়তি পরিষেবা দিয়ে থাকে কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ। এবার মেট্রোরেলের আরও এক পদক্ষেপ দারুণ চর্চায়।

author-image
Nilotpal Sil
New Update
Kolkata Metro will run extra services on Saturday and Sunday before Puja, কলকাতা মেট্রো, দুর্গাপুজো

Kolkata Metro: কলকাতা মেট্রোরেল।

Kolkata Metro: পুজো-পার্বণ হোক কিংবা কোনও সভা-সমাবেশ, যাত্রী স্বার্থে বরাবরই বিশেষ পরিষেবা দেয় কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ। আগামী রবিবার অর্থাৎ ১৭ নভেম্বর WBPSC-এর ক্লার্কশিপ (পার্ট-১)-এর পরীক্ষা। ওই দিন ব্লু লাইনে ১৩৮টি ট্রেন চালাবে কলকাতা মেট্রোরেল (Kolkata Metrorail)। 

Advertisment

সকাল ৭টায় প্রথম পরিষেবা:

আগামী রবিবার পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ (পার্ট-১)-এর পরীক্ষা। চাকরিপ্রার্থীদের জন্য ওই দিন পাতালরেল বাম্পার পরিষেবা দেবে। মেট্রোরেল আগামী ১৭ নভেম্বর (রবিবার) তারিখে ব্লু লাইনে অতিরিক্ত ট্রেন চালাবে। ওই দিন, মেট্রো ব্লু লাইনে ১৩৮টি (৬৯টি আপ ও ৬৯টি ডাউন) ট্রেন চালাবে। রবিবার সাধারণত কম ট্রেন চালানো হয়। রবিবার ১৩০টির বদলে ১৩৮টি ট্রেন চালাবে মেট্রোরেল। এই ১৩৩টি ট্রেনের মধ্যে, (৬৫ আপ এবং ৬৮ ডাউন) দক্ষিণেশ্বরে এবং থেকে পাওয়া যাবে।

আগামী রবিবার মেট্রোরেলের ব্লু লাইনে সকাল ৭টা থেকে সকাল ৯টার মধ্যে আপ ও ডাউন মিলিয়ে ৮টি ট্রেন চালানো হবে। আধ ঘণ্টার ব্যবধানে চলবে ট্রেনগুলি। তবে সকাল ৯টার পর থেকে রবিবারের স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।

আরও পড়ুন- Private Hospitals: সাধারণ মানুষের জন্য বিশাল খবর! বেসরকারি হাসপাতালে চিকিৎসায় এবার ফাটাফাটি 'সুবিধা'

আরও পড়ুন- Taruner Swapna Scheme 2024: সরকার পাঠানো ট্যাবের টাকা মাঝপথে উধাও! ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর তদন্তের নির্দেশ

প্রথম পরিষেবা:-

সকাল ৭টায়। দমদম থেকে কবি সুভাষ। (সকাল ৯টার পরিবর্তে)

সকাল ৭টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। (সকাল ৯টার পরিবর্তে)

সকাল ৭.১৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। (সকাল ৯টার পরিবর্তে)

আরও পড়ুন- Firhad Hakim: 'নারীদের মায়ের মতো দেখি', হঠাৎ কেন একথা বলতে হল ফিরহাদকে?

সেদিনের শেষ পরিষেবা অপরিবর্তিত থাকবে।

আগামী রবিবার মেট্রোর গ্রিন লাইন-২-এ সাধারণ রবিবারের মতো পরিষেবা পাওয়া যাবে। 

রবিবারের মতো গ্রিন লাইন-১, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে ট্রেন পরিষেবাগুলি যথারীতি স্থগিত থাকবে।

আরও পড়ুন- Success Story: দুরন্ত প্রতিভায় শ্রেষ্ঠত্বের শিখরে বাংলার তরুণ! অভূতপূর্ব কীর্তির ভূয়সী প্রশংসা

Metro kolkata metro kolkata
Advertisment