West Bengal Taruner Swapna Scheme 2024: ছাত্রছাত্রীদের ট্যাব কেনার টাকা গায়েবের ঘটনায় প্রধান শিক্ষকদের বিরুদ্ধে FIR দায়ের। পূর্ব মেদিনীপুর জেলায় চারটি স্কুলে মোট ৬৪ জন পড়ুয়ার 'তরুণের স্বপ্ন' প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে সাইবার অপরাধীরা, উঠেছে এমনই অভিযোগ। বাংলার শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীর নাম ও অ্যাকাউন্ট নম্বর সরিয়ে হ্যাকাররা নিজেদের অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করে দেয়। চণ্ডীপুর থানার মুরাদপুরে বিবেকানন্দ বিদ্যাপীঠ, দিবাকরপুর হাইস্কুল, নন্দকুমার থানার ব্যবত্তারহাট আদর্শ হাইস্কুল ও মহিষাদলের নাটশাল হাইস্কুলের একাদশ ও দ্বাদশের মোট ৬৪ জন পড়ুয়া প্রতারিত। শুধু পূর্ব মেদিনীপুরেই নয়, আরও কয়েকটি জেলা থেকেও এমনই কিছু অভিযোগ সামনে এসেছে।
মাথাপিছু ১০ হাজার টাকা করে মোট ৬ লক্ষ ৪০ হাজার টাকা হ্যাকারদের অ্যাকাউন্টে চলে গিয়েছে। এই ঘটনায় ওই চার উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে তমলুক থানায় FIR করেছেন ডিআই (মাধ্যমিক)। তবে এই বিষয়ে DI শুভাশিস মিত্র বলেন, "এখনও পর্যন্ত চারটে স্কুল পাওয়া গেছে। তাই চারটে স্কুলের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, আমরা আবারও বলছি যেহেতু এটা ছাত্রছাত্রীদের বেনিফিট পাওয়ার বিষয়, তাই সমস্ত স্কুল পড়ুয়াদের অ্যাকাউন্ট এবং যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে সেই অ্যাকাউন্ট একই কিনা বৃহস্পতিবারের মধ্যে জানাতে হবে। সেটা না করলে আমরা ব্যবস্থা নেব।"
তবে এই বিষয়ে ব্যবতারহাট আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস ধাড়া জানিয়েছেন ট্যাব ডিস্ট্রিবিউশন নিয়ে যে ঘটনা ঘটে গেল সেটি অনভিপ্রেত। তাঁর কথায়, "আমি ব্যক্তিগতভাবে মর্মাহত। বুধবার দুপুর থেকেই জেলায় একাধিক স্কুলে এই ট্যাব বিতরণের সমস্যা দেখা দেয়। লিখিতভাবে পূর্ব মেদিনীপুর DI অফিসে অভিযোগ জানানো হয়।"
তবে ট্যাবের টাকা নিয়ে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে যে চারটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় FIR দায়ের হয়েছে, তাঁদের দাবি, এব্যাপারে তাঁদের কিছু করার নেই। অমূলকভাবে তাঁদের কাঠগড়ায় তোলা হচ্ছে বলে তাঁরা দাবি করেছেন। এক প্রধান শিক্ষক বলেন, "বাংলার শিক্ষা পোর্টাল হ্যাক করা হয়েছে। এর দায়িত্ব তো শিক্ষা দফতরকে নিতে হবে। আমাদের কেন কাঠগড়ায় তোলা হচ্ছে?"
আরও পড়ুন- Jagadhatri Puja 2024: ভিড় এড়িয়ে আলোর রোশনাইয়ে গা ভাসান, জগদ্ধাত্রী পুজোয় রেলের অভাবনীয় উদ্যোগ
এদিকে, সরকারের পাঠানো ট্যাব কেনার টাকা উধাও হওয়ার বিষয়টি নিয়ে যারপরনাই ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বিষয়টি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।