Kalyani Medical College: এবার কল্যাণী মেডিকেল কলেজ থেকে একসঙ্গে ৪০ জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হল। থ্রেট কালচারের অভিযোগে বেনজির এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কাউন্সিল। আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় ফেলা আবহে একসঙ্গে ৪০ জন ডাক্তারি পড়ুয়ার বহিষ্কারের সিদ্ধান্ত জোর চর্চায়।
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নারকীয় হত্যাকাণ্ডের পর রাজ্যের মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচারের তথ্য সামনে আসে। একাংশের ডাক্তারি পড়ুয়া অন্যদের রীতিমতো 'চমকে-ধমকে' রাখেন বলে অভিযোগ। কল্যাণী মেডিকেল কলেজেও তেমনই অভিযোগ উঠেছিল এই ৪০ ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে।
তার জেরেই ৪০ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কলেজ কাউন্সিল। পড়ুয়াদের বহিষ্কারের পাশাপাশি কল্যাণী মেডিকেল স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটিও ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাউন্সিলের বৈঠকে। তবে আপাতত ৬ মাসের জন্য বহিষ্কার করা হচ্ছে এই পড়ুয়াদের।
আরও পড়ুন- Kolkata Circular Railway: নিরবিচ্ছিন্ন যাত্রী পরিষেবায় অভাবনীয় সাফল্য! কলকাতার বুকে চক্র রেলের গর্বের ইতিহাস
আরও পড়ুন- TMC Councillor Arrested: CID-র জালে তৃণমূলের 'কিডন্যাপার' কাউন্সিলর, অপহরণের 'টেকনিক' দুঁদে অপরাধীদেরও ঘোল খাওয়াবে!
উল্লেখ্য, স্বাস্থ্য ভবনের সামনে একটানা ধরনা-আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচার নিয়ে একগুচ্ছ অভিযোগ রয়েছে তাঁদের। রাজ্য প্রশাসনকে এ ব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপ করতে বারবার আবেদন করেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। সেই মতো তদন্তে নেমে কল্যাণী মেডিকেল কলেজেও থ্রেট কালচারের তত্ত্ব সামনে আসে। কলেজের ৪০ জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন- Bengal Weather: ফের ঘনাচ্ছে নিম্নচাপ, পুজোর মুখেই আবারও ঝেঁপে বৃষ্টি! আবহাওয়ায় ম্যাজিক বদল কবে?