Road Accident: কালীপুজোর রাতে পৃথক পথ দুর্ঘটনার বলি ৫ । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও দু'জন। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাগুলি ঘটেছে পূর্ব বর্ধমানের নাদনঘাট ও জামালপুর থানা এলাকায়। নাদনঘাট থানা এলাকায় হওয়া দুর্ঘটনায় মৃতরা হলেন আবদুল সেলিম মোল্লা, নামাজ আলি মণ্ডল, আবু বক্কর সিদ্দিকি মণ্ডল ও আরিফ শেখ। জামালপুর থানা এলাকায় হওয়া দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম নেপাল মাঝি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত পৌনে ৯টা নাগাদ কালনা-কাটোয়া এসটিকেকে রোড ধরে একটি সবজিবোঝাই গাড়ি কালনা থেকে নবদ্বীপের দিকে যাচ্ছিল। ওই সময়ে একটি বাইকে চেপে আবদুল সেলিম মোল্লা, নামাজ আলি মণ্ডল, আবু বক্কর সিদ্দিকি মণ্ডল ও আরিফ শেখ নামে চার যুবক উল্টোদিক থেকে আসাছিল। হাটসিমলা মোড়ে রাস্তা পার হওয়ার সময় এক মহিলাকে ধাক্কা মেরে বাইক আরোহীরা পথের উপর ছিটকে পড়ে যায়।
সেই মুহুর্তেই উল্টো দিকে যাওয়া সবজিবোঝাই গাড়িটি বাইকআরোহীদের পিষে দেয়। রক্তাক্ত অবস্থায় ওই মহিলা ও চার বাইক আরোহীকে উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক চার বাইক আরোহীকে মৃত ঘোষণা করেন ।জখম মহিলা আশঙ্কাজনক অবস্থায় কালনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা স্থানীয়রা জানিয়েছেন, বেপরোয়া গতিই এত বড় দুর্ঘটনার প্রধান কারণ।
আরও পড়ুন- Maa Guhya Kali: কালীপুজোয় বিশেষ পুজোর চল নেই মন্দিরে, গভীর রাতে শ্মশানে বিচরণ মা গুহ্যকালীর!
একই রাতে আরও একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে জামালপুর থানার চকদিঘি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীপুজো দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় বাইকে চপে জামালপুরে গিয়েছিলেন সুখেন রায়। তিনি জামালপুরের জারোগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ মোহনপুর গ্রামের বাসিন্দা। কালীপুজো দেখা শেষ হলে রাতে তিনি তাঁর বাইকে চেপে মেমারি তারকেশ্বর রোড ধরে বাড়ি ফিরছিলেন। ফাঁকা রাস্তায় একটু বেশি গতিতেই তিনি বাইক চালাচ্ছিলেন।
আরও পড়ুন- Holidays in November: নভেম্বরে শুধুই ছুটি! মাসের অর্ধেক দিনই অফিসে যেতে হবে না রাজ্য সরকারি কর্মীদের
পথে চকদিঘি এলাকায় রাস্তা পেরনোর সময় স্থানীয় বাসিন্দা নেপাল মাঝিকে ধাক্কা মারে বাইকটি। বাইক থেকে ছিটকে পড়েন সুখেন রায়। দুর্ঘটনায় দু’জনেই মারাত্মকভাবে জখম হন। তাঁদের উদ্ধার করে জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন বৃদ্ধ নেপাল মাঝির মৃত্যু হয়। শারীরিক অবস্থা সংকটজনক থাকায় সুখেন রায়কে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।