/indian-express-bangla/media/media_files/2024/11/01/eqM7yjVOtHP44QQqI8qg.jpg)
Maa Guhya Kali: বীরভূমের নলহাটির মা গুহ্যকালী।
Maa Guhya Kali-Akalipur Kali Mandir: বৃহস্পতিবার ছিল দীপান্বিতা কালীপুজো (Kali Puja 2024)। কিন্তু বীরভূমের নলহাটির আকালীপুর গ্রামে মহারাজ নন্দকুমারের প্রতিষ্ঠিত গুহ্যকালী মন্দিরে এদিন বিশেষ কোনও পুজো হয় না মা গুহ্যকালীর। প্রতিদিনের মতো যে পুজোপাঠ, অন্নভোগ ও আরতি হয় সেই পুজো হলেও হয় না শ্যামা পুজো। মন্দিরের পুরোহিত দেবাশীষ বন্দ্যোপাধ্যায় জানান, আরতি দেওয়ার পরে মন্দিরের দরজা বন্ধ করে মাকে শয়ন দেওয়া হয়।
তবে কালীপুজো উপলক্ষে মাকে নতুন কাপড় পড়িয়ে ফুলের মালা দিয়ে সাজানো হয়। সন্ধ্যারতির পর ধীরে ধীরে মন্দির চত্বর শুনশান হয়ে যায়। নির্জন রাখতে হয়। এই কালীপুজো উপলক্ষেও বিশেষ কোনও পুজো হয়নি মায়ের। শুধু আশ্বিন মাসের শুক্লা চতুর্দশী ও মাঘ মাসের রটন্তি কালীপুজোর দিনে মায়ের হোম যজ্ঞ, বলিদানের মাধ্যমে বিশেষ পুজো হয় ও অলঙ্কার দিয়ে সাজানো হয়।
কথিত আছে এই আমাবস্যা তিথিতে কালীপুজোয় মা গুহ্যকালী রাতে মন্দির সংলগ্ন শ্মশান চত্বরে বিচরন করেন। নৈশ্য লীলা করেন। তাই মন্দির চত্বরে কোন আলোকসজ্জাও দেওয়া হয় না। তবে এই কালীপুজো উপলক্ষে মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় করেন অনেকেই। এলাকাবাসীর বিশ্বাস, ভক্তি ভরে দেবী মাতার কাছে যা মানত করা হয় তাই হয় পূর্ণ। কালীপুজোয় বাড়তি কোনও আড়ম্বর না থাকলেও মা গুহ্যকালীর মন্দিরে পুজো দেওয়ার একটা প্রবল আগ্রহ লক্ষ্য করা যায় প্রতিবারই।
আরও পড়ুন- Holidays in November: নভেম্বরে শুধুই ছুটি! মাসের অর্ধেক দিনই অফিসে যেতে হবে না রাজ্য সরকারি কর্মীদের
আরও পড়ুন-Digha: কলকাতা থেকে দিঘা যাওয়ার 'নতুন রুট', দুরন্ত প্ল্যান! নিমেষে পৌঁছোতে পারেন সৈকতনগরীতে
এবারও তার অন্যথা হয়নি। প্রায় প্রতিটি কালী মন্দিরেই কালীপুজোর দিন বিশেষ পুজোর আয়োজন থাকলেও এই মন্দিরে এদিন নিত্যপুজো ছাড়া বিশেষ পুজোর প্রচলন নেই। তবে এই বিষয়টি নিয়ে যেন কোনও আক্ষেপও নেই এলাকাবাসীর। কারণ, দেবী মাতার নিজের ইচ্ছাতেই এই নিয়ম চলে আসছে দশকের পর দশক ধরে, এমনই মনে করেন গ্রামবাসীরা।