Advertisment

Purba Medinipur News: সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে দুর্নীতি দমন শাখার হানা, তোলপাড় এগরায়

Purba Medinipur News: একটানা প্রাক্তন ওই ইঞ্জিনিয়ররে বাড়িতে চলে দুর্নীতি দমন শাখার অভিযান। ওই ইঞ্জিনিয়ারের কলকাতার বাড়িতেও চলে তল্লাশি।

author-image
Debanjana Maity
আপডেট করা হয়েছে
New Update
west bengal news,egra,purba medinipur,এগরা,পূর্ব মেদিনীপুর

এগরায় পুরসভার ইঞ্জিনিয়ারের বাড়িতে দুর্নীতি দমন শাখার অভিযান।

Purba Medinipur News: পূর্ব মেদিনীপুর জেলার এগরায় হানা দিয়েছিল দুর্নীতি দমন শাখা বা এসিবি। এগরা পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ারের এগরা ও কলকাতার ঠিকানায় একযোগে তল্লাশি চলে। এগরার বাড়ি থেকে সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয় বলে খবর। এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর সফরেই রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জেলায় থাকাকালীন সেই জেলারই এক প্রান্তে পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ারের বাড়িতে দুর্নীতি দমন শাখার এই অভিযান এখন জোর চর্চায়। 

Advertisment

সম্প্রতি ঠিকাদার, ইঞ্জিনিয়ারদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের নিচতুলার একাংশের প্রতি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এমনকী এব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। এই আবহে এগরায় রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার তল্লাশি ঘিরে জোরদার আলোচনা। দুর্নীতি দমন শাখার তদন্তকারীরা এগরার একটি ব্যাঙ্কেও তল্লাশি চালায়।

মঙ্গলবার দুপুর থেকে রাত অবধি এগরা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে কসবা­-এগরা এলাকায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চন্দন দাসের বাড়িতে তল্লাশি চলে। একইসঙ্গে তাঁর কলকাতার ফ্ল্যাটেও অভিযান চালানো হয়। তবে কত পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে তা নিয়ে স্পষ্ট তথ্য দেয়নি দুর্নীতি দমন শাখা। পুলিশও বিষয়টি স্পষ্ট করেনি।

আরও পড়ুন- Sukhendu Sekhar Roy: এতদিনে গলল বরফ!, তৃণমূলের সঙ্গে দূরত্ব ঘুঁচল সুখেন্দুশেখর রায়ের

আরও পড়ুন- Mayapur-Nabadwip: মায়াপুর, নবদ্বীপ বেড়ানো এবার আরও সহজ, শীঘ্রই খুলছে নয়া রুট

আরও পড়ুন- Rail Roko in Coochbehar: পৃথক রাজ্যের দাবি, অনির্দিষ্টকালের জন্য রেল রোকো অভিযানে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন

তবে সূত্রের খবর, ওই ইঞ্জিনিয়ার এগরা পুরসভায় কর্মরত থাকাকালীন তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। এর পর তাঁকে ধূপগুড়ি পুরসভায় বদলি করে দেওয়া হয়েছিল। পুরসভা সূত্রে খবর, আগামী ফেব্রুয়ারি মাসে অবসর নেবেন তিনি। আপাতত তিনি ছুটিতে আছেন। মঙ্গলবার থেকে তাঁর বাড়িতেই শুরু হয় তল্লাশি। সূত্রের খবর, এগরা পুর এলাকায় জল প্রকল্পের কাজ নিয়েই এই প্রাক্তন ইঞ্জিনিয়ার তদন্তকারীদের স্ক্যানারে।

Purba Medinipur Black money Bangla News news of west bengal news in west bengal Bengali News Today money
Advertisment