Greater Cooch Behar Peoples Association on Rail Roko demanding separate state of Cooch Behar: আবারও পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন (Greater Cooch Behar Peoples' Association)। আলাদা রাজ্য হিসেবে কোচবিহারের (Coochbehar) স্বীকৃতির দাবিতে এবার রেল রোকো (Rail Roko) আন্দোলনে এই সংগঠন। হঠাৎ করে রেল রোকো অভিযানের জেরে মঙ্গলবার রাত থেকে ব্যাপকভাবে ব্যাহত পরিষেবা। বেশ কিছু ট্রেন গতকাল রাত থেকেই বাতিল করে দেওয়া হয়েছে। এরই পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে অসমগামী একাধিক ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। আচমকা এই রেল রোকো অভিযানের জেরে বহু যাত্রী দারুণ দুর্ভোগের মধ্যে পড়েছেন।
ফের একবার পৃথক রাজ্যের দাবিতে সুর চড়িয়েছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। সংগঠনের নেতা বংশীবদন বর্মনের (Bangshi Badan Barman) হুঁশিয়ারি মতো আজ অর্থাৎ ১১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য রেল রোকো আন্দোলন শুরু করেছে সংগঠনটি। গতকাল রাত থেকেই বাংলা-অসম সীমানায় জোড়াই স্টেশনে জমায়েত শুরু করে সংগঠনের কর্মী-সমর্থকরা। বুধবার ভোর থেকে পুরোদমে শুরু হয়ে যায় রেল রোকো আন্দোলন। সংগঠনের ফেস্টুন, প্ল্যাকার্ড, ব্যানার হাতে রেল লাইনের উপরে বসে পড়েন বহু মানুষ। একইসঙ্গে উঠতে থাকে পৃথক রাজ্য কোচবিহারের স্লোগান।
এদিকে আচমকা এই রেল রোকো আন্দোলনের জেরে ব্যাপকভাবে ব্যাহত হয়েছে পরিষেবা। মঙ্গলবার রাতেও বেশ কিছু ট্রেন বাতিল করেছিল রেল। পশ্চিমবঙ্গ থেকে অসমের দিকে যাওয়া একাধিক ট্রেনের গতিপথ বদলে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন- West Bengal News Live: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ৭০ জন গ্রেফতার, জানাল ইউনূস সরকার
আরও পড়ুন- West Bengal Weather: বঙ্গে হাড়কাঁপুনি শীত কবে থেকে, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর
গতকাল রাত থেকে একে একে বাতিল হয়েছে বঙ্গাইগাঁও-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেনগুলি। রেলকর্তারা আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করছেন। তবে দাবি আদায়ে নাছোড় বংশীদবদনের গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। এই আন্দোলনের জেরে বেশ কিছু স্টেষনে দাঁড়িয়ে গিয়েছে বহু ট্রেন।