Junior Doictor's Hunger Strike: জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে এবার গণইস্তফা দিলেন কল্যাণীর JNM হাসপাতালের ৭৭ জন সিনিয়র ডাক্তার। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় চলা অচলাবস্থার জেরে তাঁরা মানসিকভাবে বিপর্যস্ত বলে জানিয়ে একসঙ্গে ৭৭ জন সিনিয়র ডাক্তার গণইস্তফাপত্রে সই করেছেন। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এর আগে কলকতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল-সহ একাধিক সরকারি হাসপাতালের চিকিৎসকরা গণইস্তফা দিয়েছেন।
গণইস্তফাপত্রে কী লিখলেন সিনিয়র ডাক্তাররা?
কল্যাণীর জেএনএম হাসপাতালের ৭৭ জন সিনিয়র ডাক্তার গণইস্তফা দিয়েছেন। ইস্তফাপত্রে তাঁরা লিখেছেন, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে এবং স্বাস্থ্য সংক্রান্ত ১০ দফা দাবিতে জুনিয়র ডাক্তাররা আমরন অনশন করছেন। সাধারণ মানুষের উপকারের জন্যই দাবিগুলি পেশ করেছেন জুনিয়র ডাক্তাররা।
জুনিয়র ডাক্তারদের ভোগান্তি তাঁরা মন থেকে মেনে নিতে পারছেন না। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে কাজকর্ম চালিয়ে যেতেও তাঁদের অসুবিধা হচ্ছে।। ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করলে সংকটে পড়তে পারেন রোগীরা। সেই কারণেই গণইস্তফার সিদ্ধান্ত তাঁরা নিয়েছেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন- Dooars: উত্তরবঙ্গে যাচ্ছেন? নামমাত্র খরচেই ঘুরে দেখুন ডুয়ার্স, অভূতপূর্ব বন্দোবস্তের ফাটাফাটি প্রশংসা!
আরও পড়ুন- Junior Doctor's Hunger Strike: 'মূত্রের সঙ্গে রক্ত বের হচ্ছিল', অনশন-মঞ্চেই গুরুতর অসুস্থ অনুষ্টুপ, ভর্তি হাসপাতালে
আরও পড়ুন- West Bengal Weather Forecast: পুজো মিটতেই আজ বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়? বর্ষার বিদায় নিয়ে বড় আপডেট!
স্বাস্থ্য সংক্রান্ত ১০ দফা দাবিতে কলকাতার ধর্মতলায় মঞ্চ বেঁধে অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যেই একটানা অনশন চালিয়ে যাওয়ার জেরে ৩ জুনিয়র ডাক্তার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে এর আগে আরজি কর মেডিকেল কলেজ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ-সহ বেশ কিছু হাসপাতালের সিনিয়র ডাক্তাররা গণইস্তফা দিয়েছেন। সেই তালিকায় এবার নবতম সংযোজন কল্যাণীর জেএনএম হাসপাতাল।