West Bengal Weather Forecast: পুজো মিটতেই আজ বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়? বর্ষার বিদায় নিয়ে বড় আপডেট!

West Bengal Weather Report: কলকাতায় দুর্গাপুজোর কার্নিভালের দিনেও বৃষ্টির সম্ভাবনা। গোটা দেশ থেকে এবার বর্ষার বিদায়ে কি এখনও দেরি? কী বলছে মৌসম ভবন?

West Bengal Weather Report: কলকাতায় দুর্গাপুজোর কার্নিভালের দিনেও বৃষ্টির সম্ভাবনা। গোটা দেশ থেকে এবার বর্ষার বিদায়ে কি এখনও দেরি? কী বলছে মৌসম ভবন?

author-image
IE Bangla Web Desk
New Update
weather forecast, weather update, west bengal, আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টি

প্রতীকী ছবি।

West Bengal Weather Update: এই বছরের মতো বিদায়ের পথ ধরেছে বর্ষা। মোটামুটি আর দিন দু'য়েকের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বর্ষার বিদায় ঘটতে চলেছে বলে মনে করছে মৌসম ভবন। মোটের উপর আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? রইল আজকের ওয়েদার আপডেট।  

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

দুর্গাপুজোর দিনগুলিতে মনোরম আবহাওয়া ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফুরফুরে আবহাওয়ায় জমিয়ে ঠাকুর দেখেছেন আট থেকে আশি। তবে রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ একাদশীতে হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এরই পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

Advertisment

অন্যদিকে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরেও। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আরও দিন দু'য়েক। মোটের উপর উত্তরবঙ্গের সব জেলাতেই এখন মনোরম আবহাওয়া। ফাটাফাটি ওয়েদারে চুটিয়ে পাহাড় বেড়াচ্ছে পর্যটকের দল। উত্তরবঙ্গের সব পর্যটন কেন্দ্রগুলিতে ঠাসা ভিড়। 

আরও পড়ুন- Junior Doctor's Hunger Strike: 'মূত্রের সঙ্গে রক্ত বের হচ্ছিল', অনশন-মঞ্চেই গুরুতর অসুস্থ অনুষ্টুপ, ভর্তি হাসপাতালে

আরও পড়ুন- Bankura Medical College: সরকারি হাসপাতালে ছাত্রী হস্টেলের শৌচালয়ে যুবক, নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন

আরও পড়ুন- Dooars: উত্তরবঙ্গে যাচ্ছেন? নামমাত্র খরচেই ঘুরে দেখুন ডুয়ার্স, ফাটাফাটি বন্দোবস্তের দারুণ প্রশংসা!

কলকাতার ওয়েদার আপডেট 

রবিবার একদাশীর সকাল থেকে শহর কলকাতায় মনোরম আবহাওয়া। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। আজ বেলা বাড়লে কলকাতার কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভোগান্তি বাড়তে পারে।

Alipur weather Office Bengal Weather Alipore Weather Office Kolkata Weather weather Bengal Weather Forecast