Junior Doctor's Hunger Strike: ধর্মতলার অনশন মঞ্চে গুরুতর অসুস্থ চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্যায়। শনিবার রাতেই তাঁকে তড়িঘড়ি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। CCU-তে রেখে তাঁর চিকিৎসা চলছে। অনুষ্টুপের চিকিৎসায় ৮ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে। অনুষ্টুপের শারীরিক পরিস্থিতির খোঁজ নিচ্ছেন সিনিয়র ডাক্তাররা।
১০ দফা দাবিতে ধর্মতলায় গত শনিবার থেকে একটানা আমরন অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। অনুষ্টুপ প্রথম দিন থেকে অনশন কর্মসূচিতে সামিল ছিলেন। এর আগে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো অসুস্থ হয়ে পড়ায় তাঁকে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আপাতত সেই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন অনিকেত। শনিবার সকালে আর এক চিকিৎসক অলোক বর্মাও অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েন। তাঁকেও হাসপাতালে ভর্তি করতে হয়েছে। CCU-তে রেখেই চিকিৎসা চলছে তাঁর। তারো আগে আরজি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকেও আরজি করেই ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
আরও পড়ুন- Bankura Medical College: সরকারি হাসপাতালে ছাত্রী হস্টেলের শৌচালয়ে যুবক, নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন
আরও পড়ুন- Durga Puja 2024: খাস কলকাতায় মণ্ডপে ঢুকে দুর্গাপুজো বন্ধ, মূর্তি ভাঙচুরের হুমকি? চাঞ্চল্যকর ভিডিও পোস্ট শুভেন্দুর
আরও পড়ুন- Purnima Kandu:নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দুর 'রহস্যমৃত্যু'! দেহের ময়নাতদন্তের সিদ্ধান্ত
শনিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্যায়। তিনি আন্দোলনকারী চিকিৎসকদের জানান, তাঁর মূত্রের সঙ্গে রক্ত বের হচ্ছে। অসহ্য পেটে যন্ত্রণা শুরু হয় অনুষ্টুপের। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা প্রাথমিকভাবে তাঁর চিকিৎসার পর হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন।
ধর্মতলার অনশন মঞ্চ থেকে গ্রিন করিডোর করে শনিবার রাতেই অনুষ্টুপকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে CCU-তে রেখে তাঁর চিকিৎসা চলছে। অনুষ্টুপের চিকিৎসায় মেডিকেল কলেজের ৮ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।