Advertisment

Kalna News: গোপন খবরে হঠাৎ হানা, পঞ্জাবের ৮ চোরের গ্রেফতারি-গল্প হিন্দি সিনেমাকেও হার মানাবে!

Kalna News: এই ঘটনার পিছনে কিংপিনের খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃত ৮ জনকে হেফাতজে পেয়েছে পুলিশ। তাদের দফায় দফায় জেরা করছেন তদন্তকারী অফিসাররা। এরাজ্যে ধৃতদের সঙ্গে যোগসাজশ রয়েছে কাদের? খোঁজ চালাচ্ছে পুলিশ।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Purba Bardhaman Kalna Cow Theft Arrested: পূর্ব বর্ধমান কালনা গরু চোর

ধৃত ৮ জনকে দফায়-দফায় জেরা পুলিশের।

8 residents of Haryana arrested in East Burdwan's Kalna on the charge of cow theft: গরু পাচার মামলায় নাম জড়ানোয় বীরভূমের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) জালে পুরেছিল CBI। তারপর থেকে তাঁকে প্রায় দু’বছর তিহার জেলে বন্দি ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। যদিও আপাতত জামিনে মুক্ত কেষ্ট মণ্ডল। তবে এবার আর সিবিআই নয়, পূর্ব বর্ধমান জেলা পুলিশ গ্রেফতার করেছে আন্তরাজ্য গরু পাচার চক্রের ৮ পাণ্ডাকে। ধৃত ৮ জনই হরিয়ানার বাসিন্দা। ধৃতদের শুক্রবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে দু'জনের নাম রাহিশ। তাদের একজনের বয়স ৫০ বছর আর অন্য জনের বয়স ৩৮ বছর । বাকি ধৃতরা হল মহম্মদ ওয়াসিম, মহম্মদ আজাদ, জামিল, এহেশান, ইনজামাম ও ফায়সিল। ধৃতরা হরিয়ানার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, ধৃতদের ব্যবহার করা পঞ্জাবের নম্বরপ্লেট যুক্ত একটি মালবাহী গাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি চোরাই একটি গরু পুলিশ উদ্ধার করেছে । ৫০ বছর বয়সী রাহিশ ধৃতদের 'সর্দার' বলে প্রথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে। 

পুলিশ জানিয়েছে, চলতি বছরের ২০ অক্টোবর রাতে পূর্ব বর্ধমানের কালনা শহরে থেকে একটি গরু চুরি করে পিকআপ ভ্যানে  চাপিয়ে নিয়ে পালাচ্ছিল দুস্কৃতীরা। অন্ধকারের মধ্যেই ওই পিকআপ ভ্যানটি একজন সিভিক ভলান্টিয়ারের নজরে আসে। সিভিক ভলান্টিয়ার সঙ্গে-সঙ্গে এ ব্যাপারে থানায় জানায়। পুলিশ গাড়িটিকে ধাওয়া করে। তাড়া খেয়ে দুস্কৃতীরা পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা করে। এমনকী তারা ঢিল ছুঁড়ে পুলিশকর্মীদের জখমও করে। তারপর গার্ডওয়াল ভেঙে পিকআপ ভ্যান নিয়ে পালায় দুস্কৃতীরা।

আরও পড়ুন- Indian Railway: একটু হলে বিয়েটাই ভেস্তে যেত! বর-কনের চার হাত এক করতে অকল্পনীয় কীর্তি রেলের

 আরও পড়ুন- Special Train: রবিবারেও ফাটাফাটি পরিষেবা! চলবে স্পেশাল ট্রেন! কোন শাখায়? জানুন সময়সূচি

পরে তারা কালনার জামনা ব্রিজের কাছে পিকআপ ভ্যানটি দাঁড় করিয়ে রেখে চম্পট দেয়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই পিকআপ ভ্যানটি বাজেয়াপ্ত করে। পিকআপ ভ্যানে থাকা গরুটি পুলিশ উদ্ধার করে গরুমালিকের কাছে পৌঁছে দিয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে। কালনার বৈদ্যপুর গ্যারেজ মোড় থেকে হরিয়ানার ৮ গরু চোরকে পুলিশ ধরে ফেলে। ধৃতদের জেরা করে গরু চুরি চক্রের মাথার খোঁজে পুলিশ।

আরও পড়ুন- Suvendu Adhikari: 'সাংঘাতিক' তথ্য শুভেন্দুর হাতে? 'লক্ষ্মীর ভাণ্ডার' নিয়ে 'অ্যাটমবোমা' ফাটানোর তোড়জোড়!

Arrested Purba Bardhaman Cow Cow Smuggling Kalna
Advertisment