Advertisment

Special Train: রবিবারেও ফাটাফাটি পরিষেবা! চলবে স্পেশাল ট্রেন! কোন শাখায়? জানুন সময়সূচি

Special Train: যাত্রীদের স্বার্থে এর আগেও নানা পদক্ষেপ করতে দেখা গিয়েছে রেলকে। এবার ফের একবার দুরন্ত পরিষেবা পূর্বরেলের। রবিবারে কোন শাখায় চলবে স্পেশাল ট্রেন? ঝটপট জেনে নিন সেই ট্রেনের সময়সূচি।

author-image
Joyprakash Das
New Update
eastern rail, rail, eastern railway, kolkata, sealdah division,howrah division,পূর্বরেল, রেল, কলকাতা, হাওড়া ডিভিশন,শিয়ালদহ ডিভিশন

Special Train: প্রতীকী ছবি।

one more emu special train between howrah & Bandel for Examinee of west bengal public service commission: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা রয়েছে আগামীকাল অরথার ১৭ নভেম্বর, ২০২৪ তারিখে। রবিবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে চালানো হচ্ছে বিশেষ ওই  ট্রেন। পরীক্ষার দিনে এই বিশেষ ট্রেন চলার জেরে একদিকে যেমন পরীক্ষার্থীরা দারুণভাবে উপকৃত হবেন তেমনই নিত্যযাত্রীদেরও সুবিধা হবে। জেনে নিন সেই ট্রেনের সময়সূচী।

Advertisment

বিভিন্ন পরীক্ষা এবং নানা ইভেন্টের ক্ষেত্রে এর আগেও রেলকে অতিরিক্ত বিশেষ পরিষেবা দিতে দেখা গিয়েছে। এবারও তার অন্যথা হয়নি। আগামিকাল অর্থাৎ ১৭ নভেম্বর ২০২৪ তারিখে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপের একটি পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষার্থীদের জন্য এবার বিশেষ সুবিধা দিচ্ছে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ। চালানো হচ্ছে অতিরিক্ত ট্রেন। সেই ট্রেনটি হাওড়া এবং ব্যান্ডেলের পথে সমস্ত স্টেশনে দাঁড়াবে। 

স্বাভাবিকভাবেই রেলের এই উদ্যোগের জেরে পরীক্ষার্থীদের পাশাপাশি অনেক নিত্যযাত্রীরা দারুণভাবে উপকৃত হবেন। এমনিতেই রবিবার দিন অন্যান্য দিনের তুলনায় ট্রেনের সংখ্যা কম থাকে। সেই কারণে হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে এই অতিরিক্ত ট্রেন চলায় পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও উপকৃত হবেন।

আরও পড়ুন- Guru Nannak: বিশ্রাম নিচ্ছিলেন গুরু নানক, কিছু দূরেই ছিলেন জগৎবরেণ্য সাধক, বাংলার এপ্রান্তে গর্বের ইতিহাস!

আরও পড়ুন- Digha: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, হই হই পড়ে যাবে দিঘায়! কেন জানেন?

হাওড়া এবং ব্যান্ডেলের মধ্যে সমস্ত স্টেশনের আরও একটি EMU বিশেষ ট্রেন চলবে আগামীকাল অর্থাৎ রবিবার। হাওড়া-ব্যান্ডেল EMU পরীক্ষার বিশেষ ট্রেন হাওড়া থেকে ছাড়বে আগামিকাল সকাল ০৭.০৫ মিনিটে। সেই ট্রেনটি ব্যান্ডেলে পৌঁছোবে সকাল ০৮.০৫ মিনিটে। ব্যান্ডেল-হাওড়া EMU পরীক্ষা স্পেশাল ট্রেনটি ছাড়বে বিকেল ৪.৪৮ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়বে। সেই ট্রেন হাওড়া পৌঁছোবে বিকেল ৫.৫০ মিনিটে। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের সুবিধার্থে।

আরও পড়ুন- Suvendu Adhikari: 'সাংঘাতিক' তথ্য শুভেন্দুর হাতে? 'লক্ষ্মীর ভাণ্ডার' নিয়ে 'অ্যাটমবোমা' ফাটানোর তোড়জোড়!

আরও পড়ুন- Purbasthali Incident: পুলিশকর্তার 'তোলাবাজ' গাড়িচালককে হাতেনাতে ধরলেন বিধায়ক, নাটকীয় পাকড়াও-পর্ব জানলে চমকে যাবেন!

Eastern Railway special train Bandel Bandel Jn Howrah Division
Advertisment