Advertisment

Indian Railway: একটু হলে বিয়েটাই ভেস্তে যেত! বর-কনের চার হাত এক করতে অকল্পনীয় কীর্তি রেলের

Indian Railway: যাত্রী স্বার্থে হামেশাই দারুণ সব পদক্ষেপ করতে দেখা গিয়েছে বারতীয় রেলকে। তবে এবার বর-কনের চার হাত এক করতে রেলের আধিকারিক থেকে শুরু করে কর্মীরা যা করলেন, তার প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়েছে।

author-image
Nilotpal Sil
New Update
New record of chhath specials from eastern railway: ছট পুজোয় হাওড়া, শিয়ালদহ,কলকাতা থেকে স্পেশাল ট্রেন

Indian Railway: প্রতীকী ছবি।

Indian Railway officials helped groom to reach his marriage venue: বিয়ের লগ্ন পেরনোর আগে আগে কনের বাড়িতে পৌঁছোনো যাবে কিনা তা নিয়ে ঘোর উদ্বেগে পড়ে গিয়েছিলেন বর-পক্ষ। তবে মুশকিল আসান করলেন হাওড়া স্টেশনে থাকা রেলের কিছু আধিকারিক ও কর্মী। তবে তার আগে একেবারে উপর মহল থেকে তাঁদের কাছে এসে পৌঁছোয় স্পষ্ট নির্দেশ। সেই নির্দেশ এসে পৌঁছোতেই জোরদার তৎপরতা নেন হাওড়া স্টেশনের দায়িত্বে থাকা রেলের আধিকারিক-কর্মারা। তড়িঘড়ি করা হয় সব ব্যবস্থা। যার জেরে নির্ধারিত সময়ের আগেই কনের বাড়ি পৌঁছে যায় বর-পক্ষ। পরে খোদ রেলমন্ত্রী ও রেলের শীর্ষ মহলকে কুর্ণিশও জানিয়েছেন উপকৃত যাত্রীরা।

Advertisment

ঠিক কী ঘটেছিল?

মুম্বই থেকে গুয়াহাটির দিকে যাওয়া বর-পক্ষের লোকজন হাওড়ার কাছে এসে নিদারুণ এক সংকটের মুখে পড়ে যান। যখন তাঁরা হাওড়া থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ছিলেন, তখনই বর-পক্ষ শিবিরের প্রধান আশঙ্কা করছিলেন যে তাঁরা হয়তো বা বিয়ের অনুষ্ঠানে নির্ধারিত সময়ে পৌঁছোতে পারবেন না। কারণ, তাঁদের সঙ্গে অনেক বৃদ্ধ এবং শিশু রয়েছেন, যাঁরা দ্রুত এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে এবং অন্য ট্রেন ধরতে পারবেন না। এমন পরিস্থিতিতে বর-পক্ষের শিবিরের প্রধান চন্দ্রশেখর বাগ টুইটারের মাধ্যমে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হাওড়া এবং সিনিয়র ডিসিএম হাওড়ার কাছে সাহায্যের আবেদন করেছিলেন। তাতেই কার্যত হল ম্যাজিক!

উভয় রেল আধিকারিক হাওড়া স্টেশনে তাঁদের অধস্তন কর্মচারীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দিয়ে দেন দ্রুত। তারপর গীতাঞ্জলি এক্সপ্রেস হাওড়া স্টেশনে পৌঁছোনোর সঙ্গে সঙ্গে রেলের কর্মচারী এবং আধিকারিকরা মিলে একটি বিশেষ করিডোর তৈরি করে ফেলেন। অল্প সময়ের মধ্যে প্ল্যাটফর্ম নং ২১ নতুন কমপ্লেক্স থেকে প্ল্যাটফর্ম নং ৯ ওল্ড কমপ্লেক্সে পৌঁছোতে বিয়ের অনুষ্ঠানে যাওয়া ওই ৩৫ জনকে বিশেষভাবে সহায়তা করে রেল। বর-পক্ষের বয়স্ক সদস্যদের জন্য চারটি ব্যাটারিচালিত গাড়ি ও হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছিল। 

আরও পড়ুন- West Bengal News Live: গুলিকাণ্ডের জের, কলকাতার তৃণমূল কাউন্সিলরের নিরাপত্তা বাড়ল

আরও পড়ুন- Special Train: রবিবারেও ফাটাফাটি পরিষেবা! চলবে স্পেশাল ট্রেন! কোন শাখায়? জানুন সময়সূচি

এককথায় বর-পক্ষকে দ্রুত অন্য প্ল্যাচফর্মের ট্রেনে তুলে দিতে রেলের এক ডজনেরও বেশি কর্মী কাজে নিযুক্ত ছিলেন। রেলস্টেশনে বিশেষ ব্যবস্থার কারণে বিয়ের অনুষ্ঠানে যাওয়া লোকজন ১২৩৪৫ সারাইঘাট এক্সপ্রেস ধরতে সফল হযন। যথা সময়ে তাঁরা কনের বাড়িতে পৌঁছেও যান। এরপরেই বর-পক্ষের তরফে চন্দ্রশেখর বাগ টুইটারে রেলমন্ত্রী, রেলের আধিকারিক ও অন্য কর্মীদের ধন্যবাদ জানান।

আরও পড়ুন- Howrah Bridge: আজ রাতেই বন্ধ হয়ে যাচ্ছে হাওড়া ব্রিজ, গাড়ি চলাচলের বিকল্প রুট জানুন

আরও পড়ুন- Suvendu Adhikari: 'সাংঘাতিক' তথ্য শুভেন্দুর হাতে? 'লক্ষ্মীর ভাণ্ডার' নিয়ে 'অ্যাটমবোমা' ফাটানোর তোড়জোড়!

marriage Indian Railways indian railway Howrah Division Howrah
Advertisment