Kolkata Metro: আবারও মেট্রোয় আত্মহত্যা। ব্যস্ত সময়ে এই ঘটনার জেরে চূড়ান্ত ব্যাহত ট্রেন চলাচল। ঘোর বিপাকে যাত্রীরা। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চললেও যাত্রী হয়রানি এড়ানো যায়নি। মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার দুপুর ১২.৪৫ মিনিটে শোভাবাজার-সুতানুটি মেট্রো স্টেশনে ডাউন লাইনে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক যাত্রী।
ফের মেট্রোয় আত্মহত্যা, তারই জেরে ব্যাহত পরিষেবা। শোভাবাজার মেট্রো স্টেশনে বড়সড় বিপত্তি। ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক যাত্রী। তার জেরে দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো চলাচল ব্যাহত হয়। আপ ও ডাউন ২ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ট্রেন চলাচল করছিল একটা সময়ে। একইসঙ্গে সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত চলছিল ট্রেন। তবে দ্রুত পরিষেবা স্বাভাবিক হয়েছে। মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, এদিন বেলা ১.২৭ মিনিট নাগাদ পুনরায় পরিষেবা স্বাভাবিক হয়েছে।
কাজের দিনে ফের বড়সড় বিপত্তি পাতালপথে। শোভাবাজার মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক যুবক। এই ঘটনার জেরে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। আপ ও ডাউন লাইনের বিভিন্ন স্টেশনে আটকে পড়ে ট্রেন। এই ঘটনার বেশ কিছুক্ষণ পরেও মেট্রো পরিষেবা স্বাভাবিক না হওয়ায় ক্ষোভ বাড়তে থাকে যাত্রীদের। তবে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যায় কর্তৃপক্ষ। লাইন থেকে ওই যুবকের দেহ উদ্ধার করা হয়। প্রায় ৪৫ মিনিটের মাথায় স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।
আরও পড়ুন- Tanmoy Bhattacharya: মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে CPM থেকে সাসপেন্ড, শেষমেশ বিরাট সিদ্ধান্ত তন্ময়ের
আরও পড়ুন- Durga Puja: জগদ্ধাত্রী পুজোর মুখে ধুমধাম করে দুর্গাপুজো! নেপথ্যে অবাক কারণ! জানলে অবাক হবেন?
আরও পড়ুন- Small Business: সামান্য পুঁজিতেই ব্যবসা, অল্প দিনেই টানটান রোজগার! প্রৌঢ়ের বেনজির সাফল্যে অনুপ্রাণিত বহু বেকার