Tanmoy Bhattacharya installed CCTV at home: এক মহিলা সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দল তাঁকে সাসপেন্ড করেছে। এমমকী পুলিশি জিজ্ঞাসাবাদেরও মুখোমুখি হতে হয়েছে তাঁকে। এই পরিস্থিতিতে এবার বাড়িতে এবার CCTV বসালেন তন্ময় ভট্টাচার্য। যে ঘরে বসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেখানেই সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ।
কিছুদিন আগেই CPM নেতা তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে দল। তাঁর বিরুদ্ধে এক মহিলা সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছিল। বরানগর থানায় তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা। তড়িঘড়ি তন্ময় ভট্টাচার্যকে দল থেকে সাসপেন্ড করার ঘোষণা করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
মহিলা সাংবাদিকের অভিযোগের পর একাধিকবার ডেকে পাঠিয়ে পুলিশও জিজ্ঞাসাবাদ চালিয়েছে তন্ময় ভট্টাচার্যকে। যদিও এখনও পর্যন্ত প্রবীণ রাজনীতিবিদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনও পদক্ষেপ করেনি পুলিশ। এদিকে, তন্ময় ভট্টাচার্য নিজেও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও ভিত্তি নেই বলে বারবার দাবি করেছেন। এমনকী তাঁর বিরুদ্ধে এই অভিযোগের নেপথ্যে ষড়যন্ত্রের আশঙ্কাও করছেন তন্ময়বাবু।
আরও পড়ুন- Durga Puja: জগদ্ধাত্রী পুজোর মুখে ধুমধাম করে দুর্গাপুজো! নেপথ্যে অবাক কারণ! জানলে অবাক হবেন?
আরও পড়ুন- Success Story: দুরন্ত প্রতিভায় শ্রেষ্ঠত্বের শিখরে বাংলার তরুণ! অভূতপূর্ব কীর্তির ভূয়সী প্রশংসা
এই পরিস্থিতিতে এবার বাড়িতে সিসিটিভি বসালেন তন্ময় ভট্টাচার্য। হঠাৎ করে কেন এই পদক্ষেপ? উত্তরে তন্ময় ভট্টাচার্য সংবাদমাধ্যমে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করেই তিনি বাড়িতে সিসিটিভি বসিয়েছেন।
আরও পড়ুন- সামান্য পুঁজিতেই ব্যবসা, অল্প দিনেই টানটান রোজগার! প্রৌঢ়ের বেনজির সাফল্যে অনুপ্রাণিত বহু বেকার