New Update
/indian-express-bangla/media/media_files/7gAlbTrvFfD06MGzDVVO.jpg)
Fire: প্রতীকী ছবি।
Fire: প্রতীকী ছবি।
Barasat Fire: কালীপুজোর ঠিক আগের দিনই উত্তর ২৪ পরগনার বারাসতে একটি তেলের কারখানায় হঠাৎই আগুন ধরে যায়। বুধবার সকালে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে বেশ কয়েকজন শ্রমিক গুরুতর জখম হয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে কারখানার কর্মীরাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে আসে দমকল। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা।
ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বারাসাতের বাদু বাজার কাঞ্চনতলা এলাকা। এই এলাকারই একটি তেলের কারখানায় হঠাৎ আগুন লেগে যায়। বুধবার সকালে আচমকা ওই তেলের কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় আর্তনাদ। দ্রুত খবর দেওয়া হয় দমকলকে। কারখানাটিতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। তারই জেরে নিমেষের মধ্যে বিধ্বংসী রূপ নেয় আগুন।
অগ্নিকাণ্ডের পরপরই স্থানীয়রাই আগুন নেভানোর কাজে প্রথমে হাত লাগান। পরবর্তী সময়ে ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। জানা গিয়েছে, বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার বেশ কয়েকজন শ্রমিক ঝলসে গিয়েছেন। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা বেশ কয়েকজন কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের পিছনে সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।
আরও পড়ুন- Bangla Awas Yojana: বাংলা আবাস যোজনা নিয়ে তোলপাড়, এই জেলায় যা ঘটল জানলে চোখ কপালে উঠবে!