Advertisment

Kalyan Banerjee: হঠাৎ কোন কথায় নিজেকে সামলাতে পারেননি কল্যাণ? অভিজিৎকে ধুয়ে দিয়ে বিস্ফোরক TMC সাংসদ

Kalyan Banerjee-Abhijit Gangopadhyay: বেনজির ঘটনা নিয়ে ফের মুখ খুলেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাচের বোতল ভাঙা নিয়ে এবার কী বললেন?

author-image
IE Bangla Web Desk
New Update
Kalyan Banerjee,Abhijit Gangopadhyay,JPC Meeting,Bjp,Tmc,কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জেপিসি, বিজেপি, তৃণমূল

Kalyan Banerjee-Abhijit Gangopadhyay: তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Kalyan Banerjee-Abhijit Gangopadhyay: গত ২২ অক্টোবর ওয়াকফ নিয়ে বৈঠকে সংসদ ভবনে বেনজির কাণ্ড ঘটিয়ে ফেলেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। যৌথ সংসদীয় কমিটির বৈঠক চলাকালীন একটি কাচের বোতল তুলে নিয়ে টেবিলে আছড়ে ভেঙে ফেলেছিলেন কল্যাণ। তাঁর দাবি ছিল, ওয়াকফ নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকের সময় BJP সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে চূড়ান্ত গালিগালাজ করেছিলেন।

Advertisment

অভিজিৎ কী বলেছিলেন বলে দাবি কল্যাণের?

তৃণমূল সাংসদ কল্যাণ গঙ্গোপাধ্যায় বলেছেন, "JPC বৈঠকে কংগ্রেসের এক সাংসদের সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা কাটাকাটি চলছিল। সেই সময় আমি বলেছিলাম কেন এত চিৎকার করছেন? আমি এই কথা বলার পরে উনি আমাকে গালিগালাজ শুরু করেন। আমার মা-বাবা এমনকী আমার স্ত্রীকেও গালিগালাজ করেছিলেন।"

শ্রীরামপুরের তৃণমূল সাংসদদের আরও অভিযোগ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই আচরণের প্রতিবাদ করায় BJP সাংসদ নাকি তাঁকে মারারও হুমকি দেন। কল্যাণ আরও বলেছেন, "আমার হাতে জলের বোতল ছিল। সেটাই টেবিলে ঠুকি। হাত দিয়ে রক্ত বেরনোর সময় বোতলটা ছেড়ে দিয়েছিলাম।আমি বোতল কারও দিকে ছুঁড়িনি।" তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই দাবি আগেই নস্যাৎ করেছিলেন যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান তথা BJP সাংসদ জগদম্বিকা পাল। তাঁর অভিযোগ ছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবেই তাঁর দিকে বোতলটি ছুড়ে মেরেছিলেন।

আরও পড়ুন- Sandip Ghosh: 'ভাঁড়ে মা ভবানী' দশা সন্দীপের? FD ভাঙতে চান শুনে CBI কী বলল জানেন?

আরও পড়ুন- Kali Puja 2024: আকাশে ঘুরবে ড্রোন চড়কি, ছাতা খাটাবে ফুলঝুড়ি! কালীপুজোয় আসতবাজির চোখ ধাঁধানো কালেকশন!

আরও পড়ুন- Digha: কলকাতা থেকে দিঘা যাওয়ার 'নতুন রুট'! বাম্পার প্ল্যান! নিমেষে পৌঁছোতে পারেন সমুদ্রনগরীতে

tmc bjp Kalyan Banerjee Abhijit Ganguly
Advertisment