Advertisment

Bangla Awas Yojana: বাংলা আবাস যোজনা নিয়ে তোলপাড়, এই জেলায় যা ঘটল জানলে চোখ কপালে উঠবে!

Bangla Awas Yojana: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন আগামী ডিসেম্বর মাস থেকে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তার আগে প্রকল্পের সমীক্ষা শুরু হয়েছে রাজ্যজুড়ে।

author-image
Mina Mondal
আপডেট করা হয়েছে
New Update
Bangla Awas Yojana, বাংলা আবাস যোজনা, বিক্ষোভ,protest

Bangla Awas Yojana: গোসাবার ছবি।

Bangla Awas Yojana: ফের আবাস যোজনার তালিকা তৈরিতে বিস্তর গরমিল-অনিয়মের অভিযোগে প্রবল বিক্ষোভ। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, পাথরপ্রতিমা ব্লক অফিসে গ্রামবাসীরা তুমুল বিক্ষোভ দেখিয়েছেন। অন্যদিকে গোসাবায় সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, জেলা সভাধিপতিদের উপস্থিতিতে ঘূর্ণিঝড় 'দানা' (Cyclone Dana) পরবর্তী ক্ষয়ক্ষতি পর্যালোচনামূলক বৈঠকেও তুমুল হট্টগোল হয়। আবাস যোজনায় পাকা বাড়ি প্রাপকদের নামের তালিকা তৈরিতে বিস্তর অনিয়ম চলছে বলে আবারও অভিযোগ ওঠে। 

Advertisment

অভিযোগ, জেলায়-জেলায় পাকা বাড়ি রয়েছে এমন অনেকের নাম উঠেছে আবাস তালিকায়। গতকাল ঘূর্ণিঝড় 'দানা' ক্ষয়ক্ষতি পর্যালোচনামূলক সংক্রান্ত বৈঠকে গোসাবায় মন্ত্রী বঙ্কিম হাজরার সামনেই চলে তুমুল বিক্ষোভ। সেই বিক্ষোভ স্থানীয় তৃণমূল কর্মীদেরই ছিল বলে অভিযোগ। মন্ত্রীর সামনে তুমুল মারামারি বেধে যায় তৃণমূলের দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে। গোসবার বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলেন দলেরই একাংশ থেকে শুরু করে স্থানীয়দের অনেকে। 

তাঁদের আরও অভিযোগ, গোসাবায় গত বিধানসভা উপনির্বাচনে বিধায়ক ভোটের জন্য এলাকার মানুষের কাছ থেকে প্রচুর টাকা তুলেছিলেন সুব্রত। কিন্তু কয়েক বছর কেটে গেলেও সেই টাকা বিধায়ক ফেরত দেননি বলে তাঁদের অভিযোগ। মন্ত্রী-,সাংসদ-বিধায়কদের সামনেই হাতাহাতি-মারামারিতে তুমুল উত্তেজনা তৈরি হয়। পরে গোসাবা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।

আরও পড়ুন- Kali Puja 2024: আকাশে ঘুরবে ড্রোন চড়কি, ছাতা খাটাবে ফুলঝুড়ি! কালীপুজোয় আসতবাজির চোখ ধাঁধানো কালেকশন!

আরও পড়ুন- Kali Puja 2024: নেপথ্যে বর্গী হানার রোমহর্ষক ইতিহাস! দুর্গাকালী আরাধনার সূচনা-পর্ব অবাক করবে

আরও পড়ুন- Digha: কলকাতা থেকে দিঘা যাওয়ার 'নতুন রুট'! বাম্পার প্ল্যান! নিমেষে পৌঁছোতে পারেন সমুদ্রনগরীতে

দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি আবাস যোজনায় তালিকা তৈরি নিয়ে দুর্নীতির অভিযোগ উত্তর ২৪ পরগনা জেলাতেও। আবাস তালিকায় নাম তোলার প্রক্রিয়া শুরু নিয়ে দেগঙ্গায় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা। মঙ্গলবার দেগঙ্গার বেড়াচাঁপা ২ পঞ্চায়েতের পশ্চিম যাদবপুরে গিয়েছিলেন সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা। তাঁদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, প্রকৃত দাবিদারদের বঞ্চনা করা হচ্ছে।

tmc bjp Scam Bangla Awas Yojana
Advertisment