Malda News: হাড়হিম কাণ্ড মালদায়! আমবাগানে আধপোড়া দেহ কার? চাঞ্চল্য চরমে

Malda News: শুক্রবার সাতসকালে এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ বীভৎস কাণ্ডের তদন্ত শুরু করেছে।

Malda News: শুক্রবার সাতসকালে এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ বীভৎস কাণ্ডের তদন্ত শুরু করেছে।

author-image
Madhumita Dey
New Update
west bengal news,malda news,half burnt body was found in the mango garden of Maldas Chanchal,মালদার খবর,চাঁচোলে আধপোড়া মৃতদেহ উদ্ধার

Malda News: ঘটনাস্থলে তদন্তে পুলিশ আধিকারিকরা।

A half burnt body was found in the mango garden of Maldas Chanchal: আমবাগানে উদ্ধার অর্ধদগ্ধ মৃতদেহ। ঘটনাস্থলেই খুন করে প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেহ পুড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায় মালদার চাঁচল ২ নং ব্লকের মালতীপুর এলাকায়। এলাকার বিডিও অফিসের পিছনে আমবাগান থেকে একটি আধপোড়া মৃতদেহ উদ্ধার হয়েছে। 

Advertisment

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন খুব সকালের দিকে স্থানীয়রা আমবাগানের মধ্যে আগুন জ্বলতে দেখেন। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে লক্ষ্য করেন খড়ের আগুনে মৃতদেহ জ্বলছে। দেহের বেশির ভাগ অংশ পুড়ে ছাই হয়ে গেছে। পায়ের অংশটুকু বাকি পড়ে আছে। এই বীভৎস্য ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়। বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাঁচল থানার থানার পুলিশ। প্রথমে পুলিশ আধপোড়া দেহের অংশটুকু উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে ঘটনার তদন্ত শুরু হয়। স্থানীয়দের অনুমান, মৃতদেহটি কোনও মহিলার। তাকে দুষ্কৃতীরা বাইরে কোথাও কিংবা ঘটনাস্থলেই খুন করে দেহে আগুন ধরিয়ে দিয়েছে বলে দাবি তাঁদের। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live:চাকরির নামে হাজারের বেশি প্রার্থীর থেকে টাকা তুলেছে 'পার্থ অ্যান্ড কোং', দাবি সিবিআইয়ের

আরও পড়ুন- West Bengal News: যোগীরাজ্যে অপারেশনের পর পেটেই গজ কাপড়, SSKM প্রাণ বাঁচাল বৃদ্ধের

আরও পড়ুন- Tiger in Purulia: লেজে খেলাচ্ছে বাঘিনী জিনাত, পর্যটনের মরশুমে রয়্যাল আতঙ্কে কাঁটা পুরুলিয়া!

তবে এই বীভৎস ঘটনা প্রসঙ্গে চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু জানিয়েছেন, দেহটি মহিলার না কোনও পুরুষের সেই ব্যাপারে তাঁরা এখনও নিশ্চিত নন। ময়নাতদন্তের পরেই সঠিক তথ্য সামনে আসবে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

Malda Maldah Bangla News Bengali News Today Deadbody news in west bengal news of west bengal