West Bengal News: অপারেশনের পর রোগীর পেটের মধ্যেই থেকে গিয়েছিল প্রায় ২৫ সেন্টিমিটারের একটি গজ কাপড়। উত্তরপ্রদেশের হাসপাতালে চিকিৎসা হয়েছিল ওই রোগীর। অস্ত্রোপচারের পরেও রোগী সুস্থ না হওয়ায় উদ্বেগ বাড়ছিল পরিবারের। শেষমেষ কলকাতার SSKM হাসপাতালে ভর্তি করানো হয় যোগী রাজ্যের বাসিন্দা ওই রোগীকে। জটিল অস্ত্রোপচারে তাঁর পেট থেকে বের করা হয় সেই গজ কাপড়।
উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা বছর ৬৪-এর মকবুল আলমের পেটে অস্ত্রোপচার হয়। বৃদ্ধের গলব্লাডারের অপারেশন হয় উত্তরপ্রদেশের এক বেসরকারি হাসপাতালে। ওই হাসপাতালে মকবুলের গলব্লাডার অপারেশনের পর কোনওভাবে তাঁর পেটেই রয়ে গিয়েছিল একটি গজ কাপড়। এই পরিস্থিতির জেরে গত কয়েক মাসে শরীর বেজায় খারাপ হতে শুরু করে বৃদ্ধের।
শারীরিক পরীক্ষার পর তারঁ পেটে গজ কাপড় থাকার কথা জানা গেলেও তা বের করতে পারেননি যোগীরাজ্যের চিকিৎসকরা। গত তিন মাসে মকবুলের শারীরিক পরিস্থিতি যথেষ্ট খারাপ হতে থাকে। অসহ্য পেটের যন্ত্রণায় কাবু হতে থাকেন বৃদ্ধ।
আরও পড়ুন- West Bengal News Live:খাস কলকাতায় গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী, বাজেয়াপ্ত একগুচ্ছ ভুয়ো নথি
আরও পড়ুন- RG Kar: আরজি কর ইস্যুতে ধর্মতলায় চিকিৎসকদের ধর্না আরও ৫ দিন, অনুমতি হাইকোর্টের
উত্তরপ্রদেশ থেকেই কলকাতার SSKM হাসপাতালে মকবুল আলমকে আনার সিদ্ধান্ত নেয় পরিবার। প্রথমে মকবুলকে এসএসকেএম হাসপাতালের আউটডোর বিভাগে দেখানো হয়। রোগীর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখে তাঁকে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এসএসকেএম হাসপাতালে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা বছর ৬৪-এর মকবুল আলমের জটিল অস্ত্রপোচার হয়।
আরও পড়ুন- Tiger in Purulia: লেজে খেলাচ্ছে বাঘিনী জিনাত, পর্যটনের মরশুমে রয়্যাল আতঙ্কে কাঁটা পুরুলিয়া!
কয়েক ঘন্টার সেই অস্ত্রোপচারে মকবুলের পেট থেকে বের করা হয় সেই গজ কাপড়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রোগীর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। কিছুদিনের মধ্যেই মকবুল সুস্থ হয়ে যাবেন বলে আশাবাদী তাঁরা।