Tiger in Purulia: লেজে খেলাচ্ছে বাঘিনী জিনাত, পর্যটনের মরশুমে রয়্যাল আতঙ্কে কাঁটা পুরুলিয়া!

Purulia tiger scare: ওড়িশার সিমলিপাল থেকে ঝাড়খণ্ড হয়ে এরাজ্যে ঢুকেছে বাঘিনী জিনাত। ঝাড়গ্রামের জঙ্গল পেরিয়ে এবার পুরুলিয়ায় ঢুকেছে বাঘটি।

Purulia tiger scare: ওড়িশার সিমলিপাল থেকে ঝাড়খণ্ড হয়ে এরাজ্যে ঢুকেছে বাঘিনী জিনাত। ঝাড়গ্রামের জঙ্গল পেরিয়ে এবার পুরুলিয়ায় ঢুকেছে বাঘটি।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal news,purulia news,tiger in purulia,purulia tiger scare,পুরুলিয়ায় বাঘের আতঙ্ক

purulia tiger scare: প্রতীকী ছবি।

Purulia tiger scare: বান্দোয়ান ছেড়ে এবার পুরুলিয়ার মানবাজারের (Manbazar) জঙ্গলে বাঘিনী জিনাত। টানা ৫ দিন বান্দোয়ানের রাইকার জঙ্গলে ঘাপটি মেরে পড়েছিল ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে আসা বাঘিনী জিনাত। এবার বান্দোয়ান ছেড়ে মানবাজারের জঙ্গলে ঢুকেছে রয়েল বেঙ্গল টাইগারটি। স্বাভাবিকভাবেই চূড়ান্ত আতঙ্ক গোটা এলাকায়। ভয়ে তটস্থ লাগোয়া এলাকার বাসিন্দারা। জঙ্গলের পথ এড়াতে বারবার ঘোষণা বনদফতরের।

Advertisment

বান্দোয়ানের রাইকার জঙ্গল ছেড়ে এবার বাঘটি মানবাজারের ডাঙরডিহির জঙ্গলে ঢুকে পড়েছে বলে জানিয়েছে বনদফতর। বাঘ ধরতে মানবাজার ২ নম্বর ব্লকের ডাঙরডিহির জঙ্গলে এবার ফাঁদ পাতছে বনকর্মীরা। ডাঙরডিহির জঙ্গল এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। জঙ্গলের রাস্তা ধরে চলাচল করতে নিষেধ করছেন বনকর্মীরা।

টানা ৫ দিন ধরে বান্দোয়ানের রাইকার জঙ্গলে ঘাপটি মেরেছিল রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger) জিনাত। টোপ দিয়ে তাকে ধরার চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। বনকর্মীদের রাখা টোপ মুখে তোলেনি বাঘিনী। তবে তার হামলার শিকার হয়েছে সেই জঙ্গলের বেশ কিছু ছাগল, শুয়োর। জিনাতকে কাবু করতে সুন্দরব (Sundarbans) থেকে পুরুলিয়ায় গত কয়েকদিন ধরে এসে রয়েছে ব্যাঘ্র বিশেষজ্ঞ দল। 

Advertisment

আরও পড়ুন- কাঁটাতার পেরিয়ে ভারতে ১০ বাংলাদেশি, ঢুকতেই ধরল পুলিশ

আরও পড়ুন- West Bengal Weather: উধাও শীত! উইকেন্ডে ঝেঁপে বৃষ্টি, ঠান্ডার দুরন্ত কামব্যাক সামনের সপ্তাহেই?

এককথায় নানা কৌশল সাজিয়ে বাঘিনী জিনাতকে কব্জায় আনতে ব্যর্থ বনকর্মীরা। এদিকে পর্যটনের ভরা মরশুম চলছে। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটনকেন্দ্রগুলির পাশাপাশি জঙ্গলমহলের পর্যটন কেন্দ্রগুলিতেও ভিড় পর্যটকদের। এই পরিস্থিতিতে পুরুলিয়ার জঙ্গলে বাঘের হানায় আতঙ্ক বেড়েছে। বনকর্মীদের কার্যত লেজে খেলা খেলাচ্ছে বাঘিনী জিনাত। 

আরও পড়ুন- West Bengal News Highlights:'বাংলাদেশে সংখ্যালঘুদের মানবাধিকার সংকটে', গর্জে উঠলেন চিন্ময়কৃষ্ণের আইনজীবী

Royal Bengal Tiger purulia Bangla News Bengali News Today Tiger news in west bengal news of west bengal