/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/Digha.jpg)
দিঘার সমুদ্র পাড়।
Digha: সমুদ্রের ভরা জোয়ারে স্নানে নেমে তলিয়ে যাওয়া এক পর্যটককে উদ্ধার কররলেন দিঘা থানার কর্মরত নুলিয়ারা।
উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটার বাইকারা এলাকার এক পর্যটক বন্ধুদের সঙ্গে দিঘায় বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার বন্ধুদের সঙ্গে দিঘার সি হক ঘোলা ঘাটের কাছে সমুদ্র স্নানে নামেন তিনিও। অমাবস্যার ভরা জোয়ারে দিঘার সমুদ্রে তখন প্রবল ঢেউয়ের তোড়। সেই ঢেউয়েই ভেসে যান ওই যুবক। সমুদ্র পাড়ে থাকা নুলিয়ারা তা দেখতে পেয়েই ঝাঁপিয়ে পড়েন তাঁকে উদ্ধারে। ওই পর্যটককে উদ্ধার করে তড়িঘড়ি দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অমাবস্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণের দিঘার সমুদ্র এখন উত্তাল রয়েছে। গতকাল রাত থেকে দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে। পর্যটকদের সমুদ্রের গভীরে যেতে নিষেধ করা হলেও নজর এড়িয়ে সমুদ্র স্নানে মেতে উঠছেন অনেকেই। এদিন ঘটনাটি নুলিয়াদের নজরে আসায় তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।
রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র নগরীতে এই মুহূর্তে পর্যটকদের সংখ্যা বিপুল। তাঁদের নিরাপত্তা দেওয়ার জন্য দিঘায় বাড়ানো হয়েছে পুলিশি নজদারি। যার ফলে অনেকটাই সুরক্ষিত বোধ করছেন পর্যটকেরাও। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য জানান, দিঘায় পর্যটকরা যাতে কোনও সমস্যায় না পড়েন তার জন্য সদা সতর্ক রয়েছে পুলিশ।
নুলিয়া, বিপর্যয় মোকাবিলা দল, মহিলা উইনার্স টিম-সহ পুলিশের আধিকারিকরা সতর্ক রয়েছেন। পুলিশ সুপারের কথায়, "পুলিশের সঙ্গে পর্যটকেরা সহযোগিতা করলে দিঘায় অঘটনের সংখ্যা অনেকটাই কমানো সম্ভব হবে। এদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সমুদ্র তলিয়ে যাওয়ার হাত থেকে ওই যুবককে উদ্ধারের পর দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। দ্রুত ওই পর্যটকের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়।