Kolkata Metro: আরও এক নজিরবিহীন কীর্তি কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষের। দুরন্ত এই কৃতিত্ব ঝুলিতে পুরে উচ্ছ্বসিত সংস্থার কর্তারাও। নিরবিচ্ছিন্ন পরিষেবায় বরাবরই নজর কর্তৃপক্ষের। যাত্রী স্বার্থে মাঝেমধ্যেই নানা ধরনের প্রশংসামূলক পদক্ষেপ করতে দেখা যায় কলকাতা মেট্রোকে। এবার আরও এক রেকর্ড গড়ে ফেলেছে বাঙালির গর্বের পাতালরেল। সংস্থার তরফে এব্যাপারে রীতিমতো প্রেস বিবৃতি দিয়ে বিশদে জানানো হয়েছে।
মেট্রোরেলের তরফে দেওয়া বিবৃতি:
কলকাতা মেট্রোরেল যাত্রীভাড়া বাবদ গত ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ১ কোটি ৩৩ লক্ষ টাকা আয় করেছে। যা গত ১৩ বছরের মধ্যে একদিনে যাত্রীদের থেকে সর্বোচ্চ আয় সংস্থার। যাত্রী ভাড়া থেকে এক দিনে কলকাতা মেট্রোর ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ আয়। সেদিন মোট ৭.৫ লক্ষ যাত্রী ব্লু লাইন, গ্রিন লাইন-১, গ্রিন লাইন-২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে ভ্রমণ করেছিলেন। ২.৯.২৪ তারিখে ৬.৩ লক্ষেরও বেশি যাত্রী ব্লু লাইনে ভ্রমণ করেছিলেন। গ্রিন লাইন-২-এ প্রায় ৫৬,০০০ যাত্রী যাতায়াত করেছেন। গতকাল গ্রিন লাইন-১-এ প্রায় ৫১ লাখ ৫০ হাজার যাত্রী বহন করা হয়েছে।
এই রকম চিত্তাকর্ষক পরিসংখ্যান আবারও প্রমাণ করেছে যে কলকাতা মেট্রো কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলির বাসিন্দাদের মধ্যে আরও জনপ্রিয়তা অর্জন করছে। আরও বেশি সংখ্যক যাত্রীরা এখন মেট্রোতে ভ্রমণ করতে পছন্দ করেন কারণ এটি তাদের জন্য আরামদায়ক, সস্তা, দ্রুত এবং ঝামেলামুক্ত যাত্রা প্রদান করে। আগামী দিনে মেট্রোর যাত্রী সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন- Suvendu Adhikari: নারী সুরক্ষায় অপরাজিতা বিল ২০২৪ সমর্থন, তবে শুভেন্দু কী কী প্রস্তাব দিলেন জানেন?
উল্লেখ্য, এর আগে ১.৮.২০১১ তারিখে কলকাতা মেট্রো এক দিনে যাত্রী ভাড়া বাবদ ১ কোটি ৪৭ লক্ষ টাকা আয় করেছিল। যাত্রী ভাড়া থেকে কলকাতা মেট্রোর এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ আয়। এদিন মেট্রো রেলওয়ে নতুন এএফসি সিস্টেমে নতুন স্মার্ট কার্ড চালু করেছে। ফলস্বরূপ, বিপুল সংখ্যক যাত্রী সেদিন স্মার্ট কার্ড কিনেছিলেন যার ফলে যাত্রী ভাড়া থেকে আয় বেড়েছে।