/indian-express-bangla/media/media_files/NmwK2URAMg0aRLWfHwnD.jpg)
হরিনাম সংকীর্তনের মাধ্যমে আরজি কর কাণ্ডের প্রতিবাদ। ছবি: মধুমিতা দে।
RG Kar Case: ভোরের আলো ফুটতেই হরিনাম সংকীর্তন পালা শুরু হয়ে গিয়েছিল। কীর্তন শুনতেই সাতসকালে ভিড় জমিয়েছিলেন প্রাতঃভ্রমণকারীরা। তবে কিছুক্ষণের মধ্যেই সেই হরিনাম সংকীর্তনের আসরই হয়ে উঠল আরজি কর কাণ্ডের প্রতিবাদ-মঞ্চ। আরজি করের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে রীতিমতো প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে আওয়াজ তুলতে শুরু করলেন শিল্পীরা। সেই সঙ্গে খোল-করতাল, হারমোনিয়াম বাজিয়ে অভিনব এক প্রতিবাদ দেখালেন শিল্পীরা। সব মিলিয়ে হরিনাম সংকীর্তনের মাধ্যমেই তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে সোচ্চার হলেন মালদার গৌড়ীয় বৈষ্ণব সংস্থার সদস্যরা।
মঙ্গলবার সাতসকালে মালদা শহরের প্রাণকেন্দ্র রাজ হোটেল মোড় এলাকায় ছোট মঞ্চ বেঁধে শুরু হয় আরজিকর কাণ্ডের প্রতিবাদ- কীর্তন। হরিনাম সংকীর্তনের পাশাপাশি আরজি কর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে সোচ্চার গৌড়ীয় বৈষ্ণব সংস্থার উদ্যোক্তারা। সাতসকালে প্রাতঃভ্রমণে বেরনো অসংখ্য মানুষ এই অভিনব প্রতিবাদ দেখতে দাঁড়িয়ে পড়েন। রাজমহল রোডের রাজপথে প্রায় দেড় ঘন্টা ধরে চলে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে এমন প্রতিবাদ-কর্মসূচি। সংস্থার এমন প্রতিবাদকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী।
গৌড়ীয় বৈষ্ণব সংস্থার চেয়ারপার্সন চিত্রা সরকার বলেন, "কলকাতার আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসক ছাত্রীকে যেভাবে খুন করা হয়েছে, তাতে দোষীদের ফাঁসি চাই। মৃতার আত্মার শান্তি কামনা করি। যেন সঠিক বিচার ও পায়। কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা চাই। চারিদিকে বিষাক্ত বাতাবরণ। শুদ্ধিকরণের জন্য নাম সংকীর্তনের মধ্য ভগবানের কাছে প্রার্থনা করা হয় এদিন।"
আরও পড়ুন- Sandip Ghosh: আদালতে ঢুকতেই 'চোর' স্লোগান, ৮ দিনের CBI হেফাজতে সন্দীপ ঘোষ
এদিকে, এদিনই আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতি কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ ধৃত ৪ জনকে আলিপুর আদালতে তোলা হয়েছিল। বিচারক তাদের ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন। গতকাল রাতেই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল সন্দীপ ঘোষ-সহ মোট ৪ জনকে।