Durga Puja 2024: প্রতি বছর এই জেলার বিভিন্ন প্রান্তে একাধিক বিগ বাজেটের দুর্গাপুজো নজর কাড়ে দর্শনার্থীদের। সেই সব পুজোর উদ্বোধনে আসতে দেখা যায় বহু নামী ব্যক্তিত্বকে।
Durga Puja 2024: প্রতি বছর এই জেলার বিভিন্ন প্রান্তে একাধিক বিগ বাজেটের দুর্গাপুজো নজর কাড়ে দর্শনার্থীদের। সেই সব পুজোর উদ্বোধনে আসতে দেখা যায় বহু নামী ব্যক্তিত্বকে।
Durga Puja 2024: পুজোর মুখে মালদায় দেখা যাবে 'সচিন তেন্ডুলকর'কে (Sachin Tendulkar)। তার আগেই মানুষের মুখে মুখে চলছে জোর আলোচনা। ইংরেজবাজার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রতিবেশী ক্লাবের পুজোর উদ্বোধনে আসছেন একেবারে সচিনেরই 'কার্বনকপি'। মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকরের মতোই দেখতে এই ব্যক্তির নাম বলবীর চন্দ। সচিনের মতো দেখতে বলে ইতিমধ্যেই দেশজুড়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন বলবীর। তাঁকেই এবার মালদার দুর্গাপুজোর উদ্বোধনে দেখা যাবে।
Advertisment
হুবহু সচিনের মতোই দেখতে বলবীর চন্দ মালদার পুজো উদ্বোধনের পাশাপাশি ইংরেজবাজার শহরের প্রাণকেন্দ্র ফোয়াড়া মোড়ের ৭ অক্টোবর রাতে একটি অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন। অরজিনাল না হোক, ক্রিকেটের বাদশা সচিন তেন্ডুলকরের ডুবলিকেটকে দেখতে এখন থেকে আগ্রহী এবং উৎসুক অনেকেই।
প্রতিবারের মতো মালদহ জেলায় এবারেও বেশ কিছু বড় পুজো হচ্ছে। পুড়াটুলি মহিলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির থিম "হরিণ বনে মা দুর্গা"। বিভিন্ন মডেল দিয়ে সাজানো হয়েছে পুজো মণ্ডপ। অবিকল খাঁচা তৈরি করে বসানো হয়েছে মডেলের হরিণ। চতুর্দিকে রয়েছে ডিজিটাল লাইট। মহিলাদের দ্বারা পরিচালিত এই পুজোয় চারদিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়ে থাকে।
হুবহু সচিনের মতোই দেখতে বলবীর চন্দ এবার মালদায় একটি দুর্গাপুজোর উদ্বোধনে আসছেন।
অন্যদিকে কেদারনাথ মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করে দর্শনার্থীদের চমক দিতে চলেছে গোলাপট্টি কিশোর সংঘ। ইংরেজবাজার শহরের ১০ নম্বর ওয়ার্ডের অবস্থিত এই ক্লাবের পুজোয় এবার দেখা যাবে চন্দননগরের আলোকসজ্জা। এবারে এই পুজোর ১২৫তম বর্ষ। সেই উপলক্ষেই বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে দিয়েই শুরু হতে চলেছে কিশোর সংঘের পুজো। চতুর্থীতে পুজোর উদ্বোধন। সেদিন থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে পুজোমণ্ডপও।
পুজো কমিটির কোষাধক্ষ্য দিব্যেন্দু সাহা বলেন, "১২৫তম বর্ষে কেদারনাথ মন্দিরের আদলে পুজোমণ্ডপ তৈরি করা হচ্ছে। পুজোর বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা। চন্দননগরের আলোকসজ্জা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিবছরই কিশোর সংঘের প্রতিমা এবং প্যান্ডেল দেখতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। এবারও রেকর্ড সংখ্যক ভিড় হবে বলে আমরা আশাবাদী।" মালদা শহরের দুই নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় ইউনাইটেড ক্লাব অ্যান্ড লাইব্রেরির পুজো এবার ৭০ বছরে পা দিল। এবার এই পুজোর থিম "শুদ্ধ সূচি"। বিভিন্ন ঘটনা চক্রের উপর মডেল তৈরি করে পুজোমণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে।