Kolkata News: খাস কলকাতায় আবর্জনার স্তূপে মহিলার কাটা মুণ্ড, হাড়হিম কাণ্ডের তদন্তে পুলিশ

Kolkata News: শুক্রবার সকালে এই ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পুলিশ কুকুর নিয়ে গিয়ে চলে তদন্তের কাজ।

Kolkata News: শুক্রবার সকালে এই ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পুলিশ কুকুর নিয়ে গিয়ে চলে তদন্তের কাজ।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal news,kolkata news,womans dead body found,পশ্চিমবঙ্গের খবর,মহিলার কাটা মুণ্ড উদ্ধার

Kolkata News: আবর্জনার স্তূপে মিলল মহিলার কাটা মুণ্ড।

এবার খাস কলকাতায় আবর্জনার স্তূপে মিলল মানুষের কাটা মুণ্ড। শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন এলাকায় আবর্জনার স্তূপের মধ্যে একটি সাদা প্যাকেটে এক মহিলার কাটা মুণ্ড দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর যায় পুলিশে। তড়িঘড়ি ঘটনার তদন্তে আসেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। আনা হয় পুলিশ কুকুর।

Advertisment

এক মহিলার কাটা মুণ্ড উদ্ধার হল একটি আবর্জনার স্তূপ থেকে। একটি সাদা প্লাস্টিকে মোড়া ছিল ওই কাটা মুণ্ড। স্থানীয়রা এই বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে তদন্তে আসেন। জনবহুল একটি এলাকায় কীভাবে এই কাটা মুণ্ড এল তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিচয় এখনও স্পষ্ট নয়। রহস্য উদঘাটনে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে কথা বলা হচ্ছে স্থানীয় লোকজনের সঙ্গেও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে প্রথম প্রাতঃভ্রমণকারীদের নজরে আসে বিষয়টি। আবর্জনার স্তুপে কাছে কয়েকটি কুকুরকে ঘোরাফেরা করতে দেখেন প্রাতঃভ্রমণকারীরা। তারপরেই বিষয়টি স্পষ্ট হয়। তড়িঘড়ি পুলিশের খবর দেন স্থানীয় বাসিন্দারা।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: একগুচ্ছ আর্থিক বেনিয়মের অভিযোগ, এবার চাকরিও খোয়ালেন রবীন্দ্রভারতীর অপসারিত রেজিস্ট্রার

আরও পড়ুন- Barasat News: পুলিশ যেতেই মাথায় দায়ের কোপ, ভয়ঙ্কর কাণ্ড বারাসতে!

আরও পড়ুন- Partha Chatterjee: এতদিনে ছিঁড়ল শিকে! ED-র মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়

কলকাতা পুলিশের হোমিসাইড শাখার গোয়েন্দারা ঘটনার তদন্তে আসেন। সেই সঙ্গে পুলিশের উচ্চপদস্থ কর্তারাও ঘটনার তদন্তে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। পুলিশ কুকুর নিয়ে গিয়ে ঘটনার তদন্ত শুরু হয়। মহিলার কাটা মুণ্ড উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে পাঠানো হয়েছে।

kolkata news police Bangla News Bengali News Today news in west bengal news of west bengal